দামোদরে তখন জারি তল্লাশি। — নিজস্ব চিত্র।
সাঁতার জানতেন না। বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে ঘটল বিপত্তি। দামোদর নদে নেমে তলিয়ে গেলেন যুবক। বর্ষবরণের দিনে এই ঘটনা ঘটেছে হুগলির ধনিয়াখালির নিশ্চিতপুর এলাকায়। ওই যুবকের সন্ধান চালাচ্ছে পুলিশ। দামোদরে চলছে তল্লাশি।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালির গোপীনগর এলাকা থেকে এক দল যুবক নিশ্চিতপুরে গিয়েছিল বনভোজন করতে। পাশাপাশি, অন্যান্য এলাকা থেকেও বহু মানুষ জড়ো হয়েছিলেন ওই এলাকায় বনভোজনের জন্য। গোপীনগর থেকে আসা দলের ওই দলের মধ্যে ছিলেন নীলাঞ্জন বসু নামে এক যুবক। দামোদর নদে নেমে স্নান করার সময় তিনি তলিয়ে যান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নীলাঞ্জনের বন্ধুরা প্রথমে নিজেরাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁরা ধনিয়াখালি থানায় খবর দেন। পুলিশ এসে তল্লাশিতে নামে। জাল ফেলা হয় দামোদরে। কিন্তু বহু ক্ষণ কেটে গেলেও নীলাঞ্জনের কোনও হদিস মেলেনি।
নীলাঞ্জনের দামোদরে ভেসে যাওয়ার খবরে উদ্বিগ্ন তাঁর পরিবার। তাঁর বাবা প্রসেনজিৎ বসু বলেন, ‘‘আমার ছেলে ভাল ফুটবলার ছিল। ও সাঁতার জানত না। ওর কাছে যখন শুনেছিলাম, ওরা দামোদরের পাড়ে পিকনিক করবে তখনই ওদের বারণ করেছিলাম জলে নামতে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy