Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
HS Result 2023

উচ্চ মাধ্যমিকে প্রথম দশে ৮৭ জনের মধ্যে ১৮ জনই হুগলির! চতুর্থ থেকে দশমে রয়েছেন তাঁরা

ফল প্রকাশের পর দেখা গেল রাজ্যে মেধাতালিকায় মোট ৮৭ জনের নাম রয়েছে। তার মধ্যে ১৮ জন হুগলির বাসিন্দা। বস্তুত, জেলাগুলির মধ্যে মেধাতালিকায় জায়গা করে নেওয়া সবচেয়ে বেশি পরীক্ষার্থীই ওই জেলার।

18 students of Hooghly placed in Top 10 of WBCHSE 2023

উচ্চ মাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। দ্বিতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছেন সুষমা পাল এবং আবু সামা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৬:৫৩
Share: Save:

উচ্চ মাধ্যমিকে হুগলি জেলায় জয়জয়কার। ফল প্রকাশের পর দেখা গেল রাজ্যে মেধাতালিকায় মোট ৮৭ জনের নাম রয়েছে। তার মধ্যে ১৮ জনই হুগলির বাসিন্দা। বস্তুত, জেলাগুলির মধ্যে মেধাতালিকায় জায়গা করে নেওয়া সবচেয়ে বেশি পরীক্ষার্থীই ওই জেলার।

বুধবার ফল বেরনোর পর দেখা গেল মেধা তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নরেন্দ্রনাথের বাড়ি উত্তরপাড়া ভদ্রকালী এলাকায়। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। পঞ্চম স্থানে রয়েছেন কাপশিট হাই স্কুলের ছাত্র কৌস্তভ কুণ্ডু। তাঁর বাড়ি আরামবাগের গৌরহাটিতে। তিনি পেয়েছেন ৪৯২। ষষ্ঠ স্থান অধিকার করেছেন হিন্দমোটর হাই স্কুলের ছাত্রী রূপসা উপাধ্যায়। উত্তরপাড়ার ভদ্রকালী এলাকার বাসিন্দা রূপসার প্রাপ্ত নম্বর ৪৯১। রাজ্যের মধ্যে সপ্তম হয়েছেন হুগলি জেলার তিন জন পড়ুয়া। তাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯০। এঁরা হলেন কাপশিট হাই স্কুলের ছাত্রী কৌশিকী কুণ্ডু। যিনি সম্পর্কে পঞ্চম স্থানাধিকারী কৌস্তভের তুতো বোন। রয়েছেন চুঁচুড়া দেশবন্ধু হাই স্কুলের ছাত্র সৌজাত্য মুখোপাধ্যায়। ব্যান্ডেল গ্রিন পার্কের বাসিন্দা তিনি। পাশাপাশি সপ্তম হয়েছেন জনাই ট্রেনিং হাই স্কুলের ছাত্রী শরণ্যা ঘোষ। চণ্ডীতলার বাসিন্দা তিনি।

মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করে নিয়েছেন হুগলির পাঁচ পড়ুয়া। এঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮৯। এঁরা হলেন কোকন কালিকা শিক্ষা সদনের ছাত্রী আত্রেয়ী সাহানা, চন্দননগর কৃষ্ণভাবিনি নারী শিক্ষা মন্দিরের ছাত্রী শ্রেষ্ঠা অধিকারী। শ্রেষ্ঠার বাড়ি চন্দননগর জ্যোতির মোড়ে। আছেন শশীভূষণ সাহা হাই স্কুলের ছাত্র সন্দীপ ভট্টাচার্য। তাঁর বাড়ি পাণ্ডুয়ার কুলটি এলাকায়। চন্দননগর কৃষ্ণ ভাবিনি নারী শিক্ষা মন্দিরের ছাত্রী অদ্যিতীয়া সিন্হা আছেন এই তালিকায়। তাঁর বাড়ি চন্দননগর জোড়াপুকুর এলাকায়। রাজবলহাট হাই স্কুলের ছাত্রী ঈশিকা শীলও অষ্টম হয়েছেন। তাঁর বাড়িও রাজবলহাটে।

নবম স্থানাধিকারীদের মধ্যে হুগলি জেলার চার পড়ুয়া রয়েছেন। এঁদের সকলের প্রাপ্ত নম্বর ৪৮৮। হাট বসন্তপুর হরবটি বাটি ইনস্টিটিউশনের ছাত্রী তৃষিতা কর্মকার, মাখলা দেবেশ্বরী বিদ্যানিকেতনের ছাত্রী অথেনা বসু, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের ছাত্র সুপ্রভাত ঘোষ এবং বদনগঞ্জ হাই স্কুলের ছাত্র সুজিত পাল। মেধাতালিকায় দশম স্থানে জায়গা করে নিয়েছেন হুগলি জেলার দু’জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৭। এঁরা হলেন খানাকুলের বাসিন্দা রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রী কোয়েল কুণ্ডু এবং পাণ্ডুয়ার বাসিন্দা শশীভূষণ সাহা হাই স্কুলের ছাত্র মৃগাঙ্ক সাঁতরা।

উল্লেখ্য, এ বছর উচ্চ মাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। দ্বিতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছেন বাঁকুড়ার সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সামা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় স্থানে রয়েছেন মোট তিন জন। এঁরা হলেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা এবং আলিপুরদুয়ারের পিয়ালি দাস। সবার প্রাপ্ত নম্বর ৪৯৪।

অন্য বিষয়গুলি:

HS Result 2023 HS Result Higher Secondary Exam result Hooghly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy