এসএফআইয়ের ৩৭তম রাজ্য সম্মেলনের লোগো ও স্লোগান প্রকাশিত হল ইতিহাসবিদ ইরফান হাবিবের হাতে। হাবিব বুধবার সিপিএমের ছাত্র সংগঠনের আসন্ন সম্মেলনের যে লোগো প্রকাশ করেছেন, তার ছবিটি এঁকেছেন শিল্পী সৌরীন দাস। স্লোগান হয়েছে, ‘চাই ক্লাসঘর, চাই শিক্ষার অধিকার / চাই সব্বার দেশ মিলেমিশে বাঁচবার’।