Advertisement
২২ অক্টোবর ২০২৪
Waqf Board

ওয়াকফ নিয়ে তরজায় কল্যাণ

ওয়াকফ বোর্ডের স্বরূপ প্রসঙ্গে সরকারি আমলাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র তৃণমূল সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ০৮:৪৯
Share: Save:

ওয়াকফ বোর্ডের স্বরূপ প্রসঙ্গে সরকারি আমলাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র তৃণমূল সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আজকের বৈঠকে সংখ্যালঘু মন্ত্রকের পক্ষ থেকে ওয়াকফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ বিধিবদ্ধ সংস্থা হিসাবে ব্যাখ্যা করা হয়। সূত্রের মতে, যার প্রতিবাদ জানান কল্যাণ। সূত্রের মতে, তিনি বৈঠকে বলেন, ওয়াকফ ব্যবস্থায় সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করা হয়। সে ক্ষেত্রে আল্লাহ কি বিধিবদ্ধ, সেই প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি ওয়াকফ বোর্ডের মতো বিভিন্ন হিন্দু মন্দিরগুলি যদি বিধিবদ্ধ সংস্থা ও ধর্মনিরপেক্ষ হয়, তা হলে কেন পুরীর মন্দিরে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে— তা-ও বৈঠকে জানতে চান কল্যাণ, সূত্রের দাবি।

সম্প্রতি কিছু আইনজীবী বিজেপি নেতা সুপ্রিম কোর্টের প্রস্তাবনায় থাকা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দের অন্তর্ভুক্তির বিপক্ষে সওয়াল করেছিলেন। সূত্রের মতে, ওই আইনজীবীদের মধ্যে অশ্বিনী উপাধ্যায়, বিষ্ণুশঙ্কর জৈনরা গত সপ্তাহে জেপিসি কমিটির সামনে নিজেদের বক্তব্য কেন রেখেছিলেন তা নিয়েও প্রশ্ন তোলেন বেশ কিছু বিরোধী সাংসদ। সূত্রের মতে, শাসক শিবিরের দাবি, বিল সংক্রান্ত সংসদীয় কমিটির আলোচনায় যে কোনও ব্যক্তির বক্তব্য রাখার অধিকার রয়েছে।

অন্য বিষয়গুলি:

Waqf Board Kalyan Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE