সংবিধান দিবসে টুইট মমতা অভিষেকের। ফাইল চিত্র
দেশের সংবিধান দিবস ২৬ নভেম্বর। সেই সংবিধান দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা লেখেন, ‘সংবিধান দিবসে সকলকে আন্তরিক শুভেচ্ছা। দেশ হিসেবে সংবিধানের পবিত্রতা রক্ষা করা আমাদের কর্তব্য। এর নীতি এবং মূল্যবোধ বজায় রাখতে আমাদের সর্বতো ভাবে সচেষ্ট থাকা উচিত। সংবিধান প্রণেতাদের আজকের বিশেষ দিনে স্মরণ করি।’
অভিষেকের টুইট, ‘সংবিধান দিবসে শুভেচ্ছা। গোটা জাতির কাছে এটা পবিত্র দিন। এই দিনে শপথ নিন, সংবিধানকে অসম্মান করে এবং সংবিধানের মূল্যবোধ ধ্বংস করে এমন শক্তিকে মাথাচারা দিতে দেওয়া যাবে না।’
শুক্রবারই দিল্লির সংসদ ভবনের সেন্টার হলে সংবিধান দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেন। কিন্তু সংসদ ভবনের সংবিধান দিবসের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয় বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সিপিএম, সিপিআই, ডিএমকে-র মতো দল ওই অনুষ্ঠান বয়কট করেছে। মমতা টুইট করেন শুক্রবার দুপুরে। অভিষেকের টুইট তার পর।
Heartiest greetings to all on Constitution Day!
— Mamata Banerjee (@MamataOfficial) November 26, 2021
As a nation, we must strive to protect its sanctity. We must never falter in our efforts towards upholding its values and principles.
Remembering the great leaders who framed our Constitution, on this special day.
Greetings to all on Constitution Day!
— Abhishek Banerjee (@abhishekaitc) November 26, 2021
This is a sacrosanct day for the entire nation. On this day, let us promise to never allow any force to destroy or disrespect the values and principles that are embedded in our Constitution.
Jai Hind
দিল্লি থেকে ফিরে আপাতত কলকাতাতেই রয়েছেন মমতা। শুক্রবার সন্ধ্যায় তাঁর বাসভবনে পুরভোট নিয়ে বৈঠক হওয়ার কথা। সেখানে থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পিকে-র। সেই বৈঠকেই পুরভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে।
Greetings #ConstitutionDay Urge WB officials @MamataOfficial @IASassociation @IPS_Association to ensure Governance as per Constitution so that democracy flourishes.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 26, 2021
Let’s take pledge to promote Preamble of Constitution & perform Fundamental Duties.
KEEP NATION ALWAYS FIRST pic.twitter.com/8SMN4xQZ15
অন্য দিকে, সংবিধান দিবসে ফের রাজ্য সরকারকে কটাক্ষ করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘সংবিধান মেনে প্রশাসন চালানো নিশ্চিত করুন, যাতে গণতন্ত্র বিকশিত হতে পারে। সংবিধানের মূল বক্তব্যকে তুলে ধরা এবং মৌলিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হন।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy