Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
TMC

Krishnendu Narayan Chowdhury: ‘কট্টর’ বিজেপি-কে প্রার্থী করা হয়েছে, ইংরেজবাজারের তালিকা নিয়ে অসন্তোষ কৃষ্ণেন্দুর

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর অভিযোগের তির পিকে-এর টিমের দিকে। এই অভিযোগ অস্বীকার করছেন জেলা তৃণমূল সভাপতি আবদুল রহিম বক্সি।

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ২০:১৫
Share: Save:

মালদহ জেলার ইংরেজবাজার পুরসভার প্রার্থিতালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তাঁর অভিযোগ, তিনজন ‘কট্টর’ বিজেপি কর্মীকে প্রার্থী করা হয়েছে।

কৃষ্ণেন্দুর অভিযোগ, ২৯ওয়ার্ডের ইংরেজবাজার পুরসভার ৮,৯ ও ১২নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে প্রার্থী করা হয়েছে। গত পুরসভা নির্বাচনে বিজেপির টিকিটে ৮নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন সুরজিৎ দাস। সেই সুরজিৎকে আসন্ন পুরসভা নির্বাচনে একই ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে। তাঁর অভিযোগের আঙুল পিকে-এর টিমের দিকে।

কৃষ্ণেন্দু বলেন, ‘‘শীর্ষনেত্রী এই প্রার্থী তালিকাকে অনুমোদন দিয়েছেন। তবে যাঁরা এখনও তৃণমূল কংগ্রেসে যোগ দেন নি এমন তিনজনকে প্রার্থী করা হয়েছে। এদের মধ্যে একজন কট্টর বিজেপি। যে এজেন্সিকে দিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। তারই গণ্ডগোল করেছে।’’

তবে এই অভিযোগ অস্বীকার করছেন জেলা তৃণমূল সভাপতি আবদুল রহিম বক্সি। তিনি বলেন,‘‘রাজ্য নেতৃত্বের অনুমোদনে এই প্রার্থিতালিকা তৈরি করা হয়েছে। যে তিনজনকে বিজেপি-র কর্মী বলা হচ্ছে, তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাই প্রার্থিতালিকায় নাম রয়েছে।’’

এ প্রসঙ্গে বিজেপি-র মালদহ জেলা সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, ‘‘ কেউ বিজেপিতে যেতে পারেন। তা সে ভয় পেয়ে হোক বা টাকার লোভে। তবে তাঁকে যদি প্রার্থী করে দেওয়া হয়, তবে তৃণমূলের দৈন্যতাই প্রকাশ পাচ্ছে।’’

অন্য বিষয়গুলি:

TMC BJP Maldah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy