Advertisement
০২ নভেম্বর ২০২৪
cm

Hanskhali Gangrape: এই ঘটনা ঘটল কী করে? তোমাদের কোনও সোর্স নেই? হাঁসখালি নিয়ে পুলিশকে প্রশ্ন মমতার

পাঁচই এপ্রিল হাঁসখালিতে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। বগটুই-কাণ্ডের মতো ওই ঘটনাতেও সিবিআই তদন্ত করছে।

হাঁসখালি-কাণ্ড নিয়ে পুলিশকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

হাঁসখালি-কাণ্ড নিয়ে পুলিশকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৯:২০
Share: Save:

বগটুই-কাণ্ডের মতো হাঁসখালি গণধর্ষণের ঘটনা নিয়েও পুলিশকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় পুলিশ পদক্ষেপ করতে কেন দেরি করল, তা নিয়েও ভরা প্রশাসনিক বৈঠকে বুধবার পুলিশ আধিকারিকদের প্রশ্ন করেছেন তিনি। শুধু তাই নয়, পুলিশের কোনও ‘সোর্স’ নেই বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী।
গত ৫ এপ্রিল নদিয়ার হাঁসখালি থানার শ্যামনগর এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। বগটুই-কাণ্ডের মতো হাঁসখালির ঘটনার তদন্তভারও এখন সিবিআইয়ের হাতে। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সেই প্রসঙ্গ। এ নিয়ে রানাঘাট পুলিশ জেলার এসপিকে মমতা বলেন, ‘‘হাঁসখালিতে এই ঘটনা ঘটল কী করে? তোমরা খবর নাওনি কেন আগে? তোমাদের কোনও সোর্স নেই। তোমাদের একটু গাফিলতির জন্য সরকার কেন ভুগবে বলো তো? সরকার তো কোনও জিনিস লুকোতে চায় না। সরকার চায়, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সে যেই হোক।’’

মুখ্যমন্ত্রী ভর্ৎসনার সুরে বলেন, ‘‘তোমাদের তিন-চার দিন লেগে গেল কী করে? তার পরিবারই বা কেন কোনও ইনফর্মেশন দিল না। তোমরা বলছ, ‘পুলিশ যখন গিয়েছে তখন মুখ খুলছে না’, এক রকম বয়ান। আবার সিবিআই যখন যাচ্ছে তখন আর এক রকম বয়ান দিচ্ছে। শিশু সুরক্ষা কমিশনের বিবৃতিও আমি পেয়েছি। তাতে বলা হয়েছে, তিন-চার রকমের বয়ান বেরিয়েছে। এই কেসগুলো সিরিয়াসলি দেখে নিতে বলো স্থানীয় স্তরে। তা না হলে আইসিদের থাকার দরকার কী? আইসিরা যদি ঠিকমতো না দেখে।’’

এর পর রানাঘাটের আইসি সঞ্জীব সেনাপতিকে বলেন, ‘‘হাঁসখালি তোমার এলাকা। তার মানে তুমি নিজেও দোষী। তুমি ঠিকমতো খবর রাখনি। তোমার গাফিলতি। দোষ মানে আমি গাফিলতি বোঝাতে চাইছি। আইসির গাফিলতিতে এটা হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

cm Hanskhali Gangrape CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE