Advertisement
০৫ নভেম্বর ২০২৪

‘গুমনামি’ নিয়ে সৃজিতদের মুখোমুখি আসরের ভাবনা

কেন্দ্রের তরফে নেতাজির ‘মৃত্যুদিনে’র শ্রদ্ধা জানানোর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে নেমেছিল ফ ব। ‘গুমনামি বাবা’র সঙ্গে নেতাজির সম্পর্ক স্থাপনের চেষ্টার বিরোধিতাও তারা করছে।

ছবির পোস্টার।

ছবির পোস্টার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৯ ০৩:৫৭
Share: Save:

নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে পিআইবি-র সাম্প্রতিক টুইটের পরে। বিতর্কে ইন্ধন দিয়েছে ‘গুমনামি’ ছবির টিজার প্রকাশও। এই পরিস্থিতিতে বিতর্ক সামাল দিতে ফরওয়ার্ড ব্লক-সহ নেতাজি চর্চাকারীদের সঙ্গে মুখোমুখি বসতে চাইছে ‘গুমনামি টিম’। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘গুমনামি’র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এই নিয়ে এক প্রস্ত কথাও হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বাদ দিয়ে কলকাতার কোনও প্রেক্ষাগৃহে সৃজিত এবং ওই ছবির মুখ্য চরিত্রে অভিনয়কারী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফ ব-সহ অন্যদের মুখোমুখি হবেন বলে প্রস্তুতি শুরু হয়েছে।

এই উদ্যোগের পাশাপাশিই ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে নেতাজির অন্তর্ধান রহস্য উদঘাটনে নতুন কমিশন গড়ার আর্জি জানিয়েছেন। কেন্দ্রের কোনও বই বা অন্য কোথাও নেতাজির ‘মৃত্যুদিন’ যাতে আর উল্লেখ করা না হয়, প্রধানমন্ত্রীকে তা-ও নিশ্চিত করার অনুরোধ করেছেন তিনি।

কেন্দ্রের তরফে নেতাজির ‘মৃত্যুদিনে’র শ্রদ্ধা জানানোর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভে নেমেছিল ফ ব। ‘গুমনামি বাবা’র সঙ্গে নেতাজির সম্পর্ক স্থাপনের চেষ্টার বিরোধিতাও তারা করছে। চিঠি দিয়েছে সেন্সর বোর্ডকেও। কলকাতায় বিক্ষোভের মাঝেই নরেনবাবুর সঙ্গে যোগাযোগ করেন সৃজিতবাবুরা। পরিচালকের বক্তব্য, তাঁদের ছবিতে কোনও ভাবেই নেতাজিকে ‘হেয়’ করা হয়নি। নেতাজি নিয়ে মনোজ মুখোপাধ্যায় কমিশনের প্রসঙ্গ ছবির চরিত্রগুলির আলোচনায় রাখা হয়েছে শুধু। তবু এই নিয়ে ভুল বোঝাবুঝি এড়াতে মুখোমুখি বসতে সৃজিতবাবুরা উৎসাহী। ফ ব নেতারা অনুরোধ করেছেন, ছবির ট্রেলারও সেই আসরে দেখানো হোক। পরিচালক তাঁদের জানিয়েছেন, প্রযোজক সংস্থা সম্মতি দিলে তখন ট্রেলার দেখানো যাবে।

নরেনবাবুর বক্তব্য, ‘‘ফৈজাবাদের ‘গুমনামি বাবা’র সঙ্গে আরএসএসের যোগের কথা চালু আছে। আমরা বলেছি, বাঙালি কোনও পরিচালকের ছবির মাধ্যমে সেই গুমনামি বাবার সঙ্গে নেতাজির সম্পর্ক প্রতিষ্ঠা করা হোক, এটা চাই না।’’ ঠিক হয়েছে, ওই ছবির টিমের সঙ্গে আলোচনা নেতাজি-প্রেমীদের উদ্যোগে করা হবে, কোনও দল হিসাবে নয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE