হাসপাতালে শঙ্খ ঘোষের সঙ্গে রাজ্যপাল। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
শঙ্খ ঘোষকে হাসপাতালে দেখতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কবি এখন ভাল আছেন বলে জানিয়েছেন তিনি। হাসপাতালে শঙ্খ ঘোষের সঙ্গে তোলা ছবিও প্রকাশ করেছেন তিনি।
বুধবার নিজেই টুইটারে শঙ্খ ঘোষের সঙ্গে সাক্ষাতের কথা জানান রাজ্যপাল। তিনি লেখেন, ‘‘পদ্মভূষণ জয়ী ৮৭ বছরের শঙ্খ ঘোষকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। ভাল মতোই দেখভাল হচ্ছে ওঁর। এখন অনেকটাই ভাল আছেন উনি। ওঁর মেয়ে এবং জামাতার সঙ্গেও সাক্ষাৎ হল। ২০১৬-য় জ্ঞানপীঠ পেয়েছিলেন উনি। সাহিত্য অকাদেমি পেয়েছিলেন ১৯৭৭-এ। বহুমুখী প্রতিভাসম্পন্ন ব্যক্তি তিনি। অনেক বিশ্ববিদ্যালয়ে পড়িয়েওছেন।’’
সংক্রমণ নিয়ে মঙ্গলবার সকালে বাইপাসের ধারে মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন শঙ্খ ঘোষ। সেখানে মেডিসিন বিশেষজ্ঞ চিন্ময়কুমার মাইতির তত্ত্বাবধানে রাখা হয় তাঁকে। এখনও সেখানেই রয়েছেন তিনি। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।
Called on 87 year Padam Bhushan Sankha Ghosh in hospital. He is being well attended and in good shape now and got blessed. Met his daughter and son ln law. He was awarded Jnanpith Award in 2016-Sahitya Academy award in 1977. A versatile person-taught at several universities. pic.twitter.com/QPpLPg84jx
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 22, 2020
রাজ্যপালের টুইট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy