শেখ বিনোদ। ছবি : টুইটার থেকে।
খড়্গপুর থেকে গ্রেফতার করা হল গ্যাংস্টার শেখ বিনোদকে। সিআইটি রোডের একটি ব্যাঙ্কে ৪৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ছিল বিনোদের বিরুদ্ধে। ওই ঘটনায় এর আগেও কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের জেরা করেই কলকাতা পুলিশের গোয়েন্দারা বিনোদের নাগাল পেয়েছেন বলে জানিয়েছে কলকাতা পুলিশ। শুক্রবার কলকাতা পুলিশের এই সাফল্যের কথা টুইটারে জানিয়েছেন যুগ্ম কমিশনার। টুইটে লেখা হয়েছে, ‘ব্যাঙ্ক প্রতারণা মামলায় কুখ্যাত দুষ্কৃতী শেখ বিনোদ-সহ সাত জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।’
Notorious criminal Sk Binod alongwith 7 others have been arrested by Detective Department in connection with bank fraud case involving 45 lakhs rupees pic.twitter.com/NPnJIHzbXX
— Jt CP Crime, Kolkata (@KPDetectiveDept) November 26, 2021
তোলাবাজি, মাদক পাচার-সহ একাধিক মামলায় অভিযুক্ত বিনোদকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল পুলিশ। গত বছর অগস্টেও তাঁকে একবার গ্রেফতার করা হয়েছিল। সে বার ভুয়ো কলসেন্টার খুলে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ ছিল বিনোদের বিরুদ্ধে। পূর্ব পুটিয়ারির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার জালিয়াতির অভিযোগ করেছিলেন। তদন্তে নেমে ওই জালিয়াতির ঘটনায় সরাসরি বিনোদের যোগ পায় পুলিশ। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করেছিল রিজেন্ট পার্ক থানার পুলিশ। তার পর বিনোদ কবে জেল থেকে বেরিয়েছিলেন, তা স্পষ্ট নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy