ফিরহাদ, সুব্রত, মদন এবং শোভন। ফাইল ছবি।
নারদা মামলায় ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিয়ে গেলেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। ওই মামলায় শুক্রবার তাঁদের হাজিরার দিন ছিল বলেই আদালত সূত্রের খবর। সেই অনুযায়ীই শুক্রবার সকালে চার নেতা-মন্ত্রীই আদালতে আসেন এবং হাজিরা দিয়ে যান। আবার কবে তাঁদের হাজিরা দিতে আসতে হবে, সেটা আদালত জানিয়ে দেবে বলে তাঁদের আইনজীবীরা জানিয়েছেন।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে নারদা মামলা ভিন রাজ্যে সরানো হবে কি না, তা নিয়ে বাদী এবং বিবাদী-র শুনানি চলছে। এর আগে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ওই চার জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তার আগে অবশ্য তাঁদের ‘শর্তসাপেক্ষে গৃহবন্দি’ রাখা হয়েছিল। জামিন পাওয়ার পর দুই মন্ত্রী ফিরহাদ এবং সুব্রত তাঁদের দফতরের কাজকর্ম শুরু করেছেন। মদন শুরু করেছেন তাঁর ফেসবুক লাইভ। শোভন একেবারেই নীরবে ছিলেন। হাসপাতাল থেকে প্রেসিডেন্সি সংশোধনাগার হয়ে গোলপার্কের বাড়িতে ফেরার পর শুক্রবারই তাঁকে প্রথম প্রকাশ্যে দেখা গেল। আদালতে তাঁর সঙ্গেই এসেছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা না বললেও বৈশাখী বলেন, ‘‘যেমন হাজিরার তারিখ থাকে, তেমনই হাজিরা ছিল। বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে।’’ শোভনের শরীর সংক্রান্ত প্রশ্নের জবাবে বৈশাখী বলেন, ‘‘ওঁর তো এমন অভ্যাস নেই। একটু উৎকণ্ঠায় আছেন। তাই রাতে ভাল ঘুম হয়নি।’’
শুক্রবার অবশ্য হাইকোর্টে নারদা মামলার শুনানি নেই। আবার শুনানি হওয়ার কথা সোমবার। দু’পক্ষের সওয়াল-জবাব শেষে আদালত রায় দেবে মামলাটি অন্য কোনও রাজ্যে নিয়ে যাওয়া হবে কি না। যদি নিয়ে যাওয়াই হয়, সে ক্ষেত্রে ওড়িশা অথবা অসমের নাম ভাবা হচ্ছে বলেও সিবিআই সূত্রে খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy