Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Forward Bloc

‘ঘরে ঘরে নেতাজি’র জন্য চন্দ্রের কাছে ফ ব

বর্তমান আর্থ-রাজনৈতিক পরিস্থিতিতে সুভাষের বার্তা ছড়িয়ে দিতে ‘ঘরে ঘরে নেতাজি’ কর্মসূচি নিয়েছে ফ ব।

বাঁ দিক, চন্দ্র বসুর (মাঝে) সঙ্গে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি দেবরাজন ও চেয়ারম্যান নরেন চট্টোপাধ্যায়। ডান দিকে, ফরওয়ার্ড ব্লক দফতরে তেলঙ্গানার প্রাক্তন বিধায়ক কে মৃত্যুঞ্জয়ম।

বাঁ দিক, চন্দ্র বসুর (মাঝে) সঙ্গে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি দেবরাজন ও চেয়ারম্যান নরেন চট্টোপাধ্যায়। ডান দিকে, ফরওয়ার্ড ব্লক দফতরে তেলঙ্গানার প্রাক্তন বিধায়ক কে মৃত্যুঞ্জয়ম।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৭:০০
Share: Save:

মতপার্থক্যের কারণে সদ্যই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন সুভাষচন্দ্র বসুর পরিবারের চন্দ্র বসু। তাঁর সঙ্গে এ বার আলোচনা শুরু করল সুভাষচন্দ্রের প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লক। বর্তমান আর্থ-রাজনৈতিক পরিস্থিতিতে সুভাষের বার্তা ছড়িয়ে দিতে ‘ঘরে ঘরে নেতাজি’ কর্মসূচি নিয়েছে ফ ব। সেই কর্মসূচিতে চন্দ্র অংশগ্রহণ করবেন কি না, সেই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। ফ ব-র সাধারণ সম্পাদক জি দেবরাজন এবং দলের চেয়ারম্যান নরেন চট্টোপাধ্যায় কলকাতায় চন্দ্রের সঙ্গে এক প্রস্ত আলোচনা করেছেন। ফ ব নেতৃত্বের বক্তব্য, চন্দ্র পুরোপুরি মনস্থ না করলেও প্রস্তাব খারিজ করেননি। তবে তিনি ফ ব-য় যোগ দেবেন কি না, সেই ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। পাশাপাশিই, কলকাতায় হেমন্ত বসু ভবনে এসে দেবরাজন ও নরেনের উপস্থিতিতে ফ ব-য় যোগ দিয়েছেন তেলঙ্গানার প্রাক্তন বিধায়ক কটকম মৃত্যুঞ্জয়ম।

অন্য বিষয়গুলি:

Forward Bloc Chandra Bose
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy