রাজ্যে ইলিশের ‘বাড়ি’ কোথায়! সেই ‘ঠিকানা’ জানিয়েও দিল রাজ্য মৎস্য দফতর। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার পাঁচটি জায়গা চিহ্নিত করে এই ঠিকানা নির্দিষ্ট করেছে দফতর। সেই সঙ্গেই জানানো হল, বাজারে যতই ঘাটতি থাকুক না কেন, বিধি ভেঙে ইলিশ ধরলে শাস্তি হবেই। বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকান্ত পালের প্রশ্নের উত্তরে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী সোমবার লিখিত ভাবে জানিয়েছেন, রূপনারায়ণ-সহ ইলিশ সংরক্ষণের জন্য কিছু নির্দিষ্ট জায়গায় ইলিশ ধরা নিষিদ্ধ। মন্ত্রী জানিয়েছেন, ২৩ মিলিমিটারের ছোট ইলিশ ধরা একেবারে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধ রয়েছে ৯০ মিলিমিটারের কম মাপের জাল ব্যবহারও। সেই সঙ্গেই ‘বাড়ি’ হিসেবে চিহ্নিত জায়গাগুলিতেও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে ইলিশের ঘাটতি ৪৭১৫ মেট্রিক টন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)