বেলেঘাটায় লোহার ছাঁটের কারখানায় অগ্নিকাণ্ড। ঘটনাস্থালে দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
শনিবার সকাল ১০ নাগাদ ওই কারখানায় আগুন লাগে বলে খবর। বেলেঘাটার সুরেন সরকার রোডে যেখানে আগুন লেগেছে, ওই এলাকা লোহাপট্টি নামে পরিচিত। সেখানে একাধিক লোহার কারখানা রয়েছে। সকালে সেখানে হঠাৎই আগুন লেগে যায়। ক্রমে তা বিধ্বংসী আকার নেয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। ওই কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল বলে মনে করা হচ্ছে।
কী থেকে এই আগুন লেগেছে, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।