দ্বিতীয় হুগলি সেতুর উপর চলন্ত বাসে বৃহস্পতিবার রাতে আগুন। সে সময় বাসটি কলকাতা থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, কোনও রকমে বাসের জানলা থেকে লাফ দিয়ে রক্ষা পান যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের তিনটি ইঞ্জিন। এর মধ্যে বাস থেকে আগুনের ফুলকি সেতুর নীচে পড়ে সেখানেও আগুন ধরে যায়। সেতুর নীচে আগুন নেভানোর জন্য দমকলের আরও একটি ইঞ্জিন পৌঁছোয়। পুলিশ এবং দমকল সূত্রে জানা গিয়েছে, বাসে কেউ আটকে নেই।
এই ঘটনার কারণে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় হুগলি সেতুর উপরে পর পর দাঁড়িয়ে পড়ে যানবাহন। ফলে যানজট তৈরি হয়।
আরও পড়ুন:
দ্বিতীয় হুগলি সেতু ট্র্যাফিক গার্ড সূত্রের খবর, পুরুলিয়াগামী যাত্রিবাহী বাসটি কলকাতার বাবুঘাট থেকে রওনা হয়েছিল। দ্বিতীয় হুগলি সেতুর উপর চলন্ত বাসটিতে আচমকা আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে বাসের চাকায় আগুন জ্বলতে দেখা যায়। ওই অবস্থায় বাসটি টোলপ্লাজ়ার দিকে কিছুটা এগিয়ে থেমে যায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা। সকলেই প্রাণভয়ে বাস থেকে দ্রুত নামতে থাকেন। কেউ কেউ জানলা দিয়েও লাফ দেন। চালক এবং কন্ডাক্টরও গাড়ি থেকে নেমে পড়েন। ক্রমে দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। খবর পেয়ে কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ পৌঁছোয় সেখানে। দমকলের চারটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হননি। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।