বৃহস্পতিবার ভোরে কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন। এই ঘটনাটি মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া কৃষ্ণনগর এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে খবর, ভোর সাড়ে ৪টা নাগাদ গোডাউনের দোতলায় হঠাৎ আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
আরও পড়ুন:
দমকল সূত্রে খবর, গোডাউনের যে অংশে আগুন লেগেছে সেখানে প্রচুর পরিমাণে কাপড় মজুত করা ছিল। আগুন লাগায় সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে মহেশতলা থানার পুলিশও। পুজোর আগে গোডাউনে আগুন লাগায় কপালে হাত কাপড় ব্যবসায়ীদের। কাপড়ের ব্যবসায় চরম ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।