‘এফবিএসসি’
ব্যবসা, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনার সম্মেলনস্থল ‘এফবিএসসি’ (ফোরাম ফর বিজ়নেস, সোশ্যাল অ্যান্ড কালচারাল ইনিশিয়েটিভস)। আজ, ৮ ডিসেম্বর এই ফোরাম প্রথম বার তাদের বার্ষিক সম্মেলনের আয়োজন করতে চলেছে কলকাতার দক্ষিণ গোবিন্দপুরে, মুখরোচকের বাগানবাড়িতে। সভায় ব্যবসায়ী ব্যক্তিত্ব, শিল্প বিশেষজ্ঞ, শিল্পী ও ক্রীড়া ব্যক্তিত্ব-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ‘নভেস্টা গ্রুপ’। পরিচলনার দায়িত্বে ‘জর্জ টেলিগ্রাফ’।
এই ফোরাম যোগাযোগের এমন এক মাধ্যম, যেখানে সদস্যরা ব্যবসা ও সামাজিক কাজে একত্রিত ভাবে অংশগ্রহণ করেন এবং শিল্প-সংস্কৃতির প্রচার করেন। এই জমকালো অনুষ্ঠানে থাকবে টক্ শো, প্যানেল ডিসকাশন, বিশিষ্ট উদ্যোক্তাদের সাফল্যের কাহিনি, পণ্য প্রদর্শন, নারী উদ্যোক্তাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ আরও অনেক কিছু।
‘এফবিএসসি’-র সভাপতি এবং জর্জ টেলিগ্রাফ গ্ৰুপের এমডি সুব্রত দত্তের কথায়, “বার্ষিক সম্মেলনটি সকাল ১০টা থেকে শুরু হবে। এখানে টক্ শো-র আয়োজন থাকছে, যেখানে ‘হাউ টু স্কেল আপ বিজ়নেস’ বিষয়ে বক্তব্য রাখবেন সেনকো গোল্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শুভঙ্কর সেন। এর পরে ‘ম্যান ম্যানেজমেন্ট স্কিলের’ উপর প্যানেল ডিসকাশনে অংশ নেবেন ছ’জন গণ্যমান্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী।”
শ্রী বালাজীর কর্ণধার এবং ‘এফবিএসসি’-র সদস্য মানব পাল বলেন, “এই সম্মেলনটি হল ব্যবসার উদ্যাপন। ‘এফবিএসসি’-র উদ্দেশ্য হল কলকাতার প্রসিদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিভিন্ন উদ্যোক্তারা যাঁরা স্বাধীন ভাবে নিজেদের ব্যবসা করছেন, সকলকে একই ছাতার তলায় নিয়ে আসা। আমাদের সদস্য সংখ্যা এখন প্রায় ২০০-রও বেশি। প্রথম বার্ষিক সম্মেলনে ট্রেড ফেয়ারেরও আয়োজন করা হচ্ছে, যেখানে এখানকার সদস্যরাই তাঁদের পণ্য প্রদর্শন করবেন। সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।”
সাংস্কৃতিক অনুষ্ঠান সূচিতে উল্লেখযোগ্য হল ‘সারেগামাপা’-খ্যাত শ্রেয়সী চক্রবর্তীর গান। এই বার্ষিক সম্মেলনে সম্মানীয় অতিথি হিসাবে থাকবেন বিধাননগর পুলিশের ডেপুটি কমিশনার অনীশ সরকার এবং কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পোদ্দার।
অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy