ফাইল ছবি
সাহিত্যিক বুদ্ধদেব গুহের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও শোক জ্ঞাপন করেছেন। রবিবার রাত ১১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সাহিত্যিক। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব তাঁর বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের এক জন ভালবাসার মানুষ চলে গেলেন। অনেক দিন ধরে আমাদের পরিবারের সঙ্গে ওঁর পরিচয়, যাওয়া আসা, কথাবার্তা। আধুনিক বাংলা কথাসাহিত্যে উনি একটা আলাদা ঘরানা তৈরি করেছিলেন।’
বুদ্ধদেব গুহ এ বছরই করোনায় আক্রান্ত হন। করোনামুক্ত হয়ে বাড়িও ফেরেন। কিন্তু গত ৩১ জুলাই তাঁকে ফের ভর্তি হতে হয় হাসপাতালে। প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ওঁর সমস্ত লেখার ভাবনার কেন্দ্র ছিল প্রকৃতি। এ রাজ্যের জঙ্গল এলাকা, গাছপালা, ফুল-ফল এসব ওঁর লেখায় গভীরভাবে চিত্রিত। শেষের দিকে অসুস্থ অবস্থায় আর লিখতে পারছিলেন না। তার পরে নিজের মতো চলে গেলেন। আমরা পরিচিতজনেরা, ওঁর পাঠকেরা ক্ষতিগ্রস্ত হলাম।’
সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্তও তাঁর শোকবার্তায় জানিয়েছেন, ‘বাংলা ভাষার প্রখ্যাত কথাকার তথা সাংস্কৃতিক ক্ষেত্রের বহুমুখী প্রতিভার অধিকারী বুদ্ধদেব গুহর প্রয়াণে আমরা শোকাহত। তিনি বেঁচে থাকবেন তাঁর কালজয়ী সৃষ্টির মধ্যেই।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy