Advertisement
২২ নভেম্বর ২০২৪
21 July

রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ তৃণমূলের, হুমকি বিজেপির, সব চোখ ধর্মতলায়

২০১৮-র ২১ জুলাই আর ২০১৯-র ২১ জুলাই কর্মসূচি পালনের মধ্যে শুধুমাত্র এক বছরের ফারাক নয়। তফাৎ গড়ে দিয়েছে ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০১৯ ১২:০৩
Share: Save:

২৬ বছর আগের পুরনো অস্ত্রেই নতুন করে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। ১৯৯৩ সালের ২১ জুলাই, তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবিতে আন্দোলন করেছিল যুব কংগ্রেস। ২১-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের সেই তিরই তূণীরে ফেরাচ্ছে জোড়াফুল শিবির। রবিবার অর্থাৎ ‘শহিদ দিবস’-এর দিন সকালেই টুইট করে সে কথা স্মরণও করিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৮-র ২১ জুলাই আর ২০১৯-র ২১ জুলাই কর্মসূচি পালনের মধ্যে শুধুমাত্র এক বছরের ফারাক নয়। তফাৎ গড়ে দিয়েছে ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফল। সেই নির্বাচনে রাজ্যে বিজেপির অভাবনীয় উত্থানই এখন চ্যালেঞ্জ শাসকদল তৃণমূল কংগ্রেসের সামনে।

লোকসভা ভোটের ফল বেরনোর পর প্রথম ২১ জুলাই। কর্মী ও সমথর্কদের কাছে কী বার্তা দেবেন তৃণমূলনেত্রী? রবিবার সকালে টুইট করে সেই সুর বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘১৯৯৩ সালে ২১ জুলাই-এর আন্দোলনের দাবি ছিল, নো আইডি কার্ড, নো ভোট। এ বছর আমাদের দাবি, গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয় ব্যালট চাই। আসুন সকলে মিলে দেশে গণতন্ত্র উদ্ধারের অঙ্গীকার নিই’

আরও পড়ুন: একুশের আগের রাতে ভিড় কম কলকাতায়, লোক কত হবে, সংশয়ী মমতাও

আরও পড়ুন: বাস আটকানোর হুমকি, প্রস্তুত তৃণমূলও, এফআইআর দিলীপের বিরুদ্ধে

অন্য বিষয়গুলি:

21 July gathering Mamata Banerjee Evm Ballot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy