বাজেয়াপ্ত সোনার বিস্কুট। —নিজস্ব চিত্র।
বিপুল পরিমাণে চোরাই সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআইআই)। মিজোরাম থেকে নিউ জলপাইগুড়ি হয়ে কলকাতায় পাচারের আগেই সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মিজোরামের বাসিন্দা পাঁচ অভিযুক্তকে।
ডিআরআই সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে মোট ৫০টি বিস্কুট (৮ কেজি ৩০০ গ্রাম) পাওয়া গিয়েছে। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৩ কোটি ২৬ লক্ষ টাকা। কলকাতায় কোথায় সেগুলি পাচারের পরিকল্পনা ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।
ডিআরআই অফিসাররা গোপন সূত্রে খবর পেয়েছিলেন, ভারত-মায়ানমার সীমান্ত দিয়ে সোনা পাচারের চেষ্টা চলছে। সীমান্ত থেকে সোনার বিস্কুটগুলি নিয়ে মিজোরামের পাঁচ বাসিন্দা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে কলকাতার উদ্দেশে রওনা দেবে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন পৌঁছতে শুরু হয় তল্লাশি । সন্দেহভাজন ওই পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ডিআরআই সূত্রে খবর। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: রণক্ষেত্র দিল্লি গেট, গাড়ি ভাঙচুর-আগুন, পাল্টা জলকামান-লাঠিচার্জ পুলিশের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy