Advertisement
২২ জানুয়ারি ২০২৫
শনিবার ধর্মতলায় চিকিৎসকদের অনশনমঞ্চ।

শনিবার ধর্মতলায় চিকিৎসকদের অনশনমঞ্চ। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ২২:৪৫
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৭:১১ key status

অনশনমঞ্চের পাশে সুনীল-জায়া স্বাতী গঙ্গোপাধ্যায়

জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে শনিবার দুপুরে পৌঁছে গিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী স্বাতী গঙ্গোপাধ্যায়। তাঁর হাঁটুর সমস্যা রয়েছে। হুইল চেয়ারে বসেই আন্দোলনের প্রতি সংহতির বার্তা পৌঁছে দিতে যান তিনি।

শনিবার জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে সংহতির বার্তা নিয়ে স্বাতী গঙ্গোপাধ্যায়।

শনিবার জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে সংহতির বার্তা নিয়ে স্বাতী গঙ্গোপাধ্যায়। ছবি: শৌভিক গঙ্গোপাধ্যায়।

timer শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৫:১৫ key status

উত্তরবঙ্গে অসুস্থ হয়ে পড়লেন অনশনকারী অলোক বর্মা

অলোককে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

অলোককে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। — নিজস্ব চিত্র।

কলকাতায় অনিকেত মাহাতোর পর উত্তরবঙ্গে অনশনকারী জুনিয়র ডাক্তার অলোক বর্মা অসুস্থ। সাত দিন ধরে অনশনে বসার পর অলোকের শারীরিক পরিস্থতির অবনতি হয়েছে শনিবার। দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ওই জুনিয়র ডাক্তারকে সিসিইউয়ে স্থানান্তর করা হয়েছে। তাঁর সঙ্গে অনশনে বসেছেন শৌভিক বন্দ্যোপাধ্যায়। তিনি এখনও সুস্থ বলে খবর।

Advertisement
timer শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৪:১৪ key status

কেমন আছেন অনশনকারীরা?

বোর্ডে লেখা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট।

বোর্ডে লেখা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট। — নিজস্ব চিত্র।

১৬০ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কেমন আছেন অনিকেত ছাড়া ধর্মতলার বাকি আট অনশনকারী? ঊর্মিমালা জানালেন, ‘‘অনশনকারীরা সকলেই বেশ দুর্বল হয়ে পড়েছেন। সকলেরই শারীরিক অবস্থার অবনতি ঘটছে। ইউরিনে কিটোন বডি পাওয়া গিয়েছে। তার মাত্রাও ক্রমশ বাড়ছে।’’ দিনে দু’বার করে তাঁদের রক্তচাপ, নাড়ির গতি, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ (সিবিজি) মাপা হচ্ছে। শনিবার সকালেও অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। অনশনমঞ্চে টাঙানো বোর্ডে লেখা হয়েছে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার সেই রিপোর্ট।

timer শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৪:১২ key status

শনিবার ছেলেকে দেখতে ঝাড়গ্রাম থেকে এলেন অনিকেতের বাবা

অনিকেতকে দেখতে আরজি কর এলেন তাঁর বাবা।

অনিকেতকে দেখতে আরজি কর এলেন তাঁর বাবা। — নিজস্ব চিত্র।

আমরণ অনশন করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে আরজি কর হাসপাতালের সিসিইউতে ভর্তি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ অনিকেত মাহাতো। বৃহস্পতিবার রাতে তাঁকে অনশনমঞ্চ থেকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার ছেলেকে দেখতে ঝাড়গ্রামের শিলদা থেকে আরজি করে এলেন তাঁর বাবা অপূর্ব কুমার মাহাতো।

অনিকেতকে দেখে বেরিয়ে অপূর্ব জানিয়েছেন, তাঁর পুত্রকে আগের থেকে ভাল রয়েছেন। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, যে সমস্যাগুলি তাঁর শরীরে দেখা দিয়েছিল, দেড় দিনের চিকিৎসায় পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। অপূর্ব বলেন, “ডাক্তারবাবুরা বলেছেন, যে সমস্যাগুলি তৈরি হয়েছিল সেগুলি এখন অনেকটাই কমেছে।” অনিকেতের সঙ্গে কথাও বলেছেন তাঁর বাবা। সুস্থ হয়ে অনিকেত কি আবার অনশনমঞ্চে ফিরবেন? না কি তাঁকে বারণ করবেন? প্রশ্ন শুনে অপূর্ব স্পষ্ট জানিয়ে দিলেন, “ওই সিদ্ধান্ত অনিকেতই নেবে।”

timer শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ০৯:১৯ key status

রবিবার অরন্ধন, সোমবার থেকে আংশিক কর্মবিরতি বেসরকারি হাসপাতালেও

শুক্রবারই নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন ডাক্তারেরা। একাদশীর দিন, রবিবার রাজ্যের ঘরে ঘরে তাঁরা অরন্ধন পালনের ডাক দিয়েছেন। সেই সঙ্গে আগামী সোমবার থেকে আংশিক কর্মবিরতি পালন করবেন বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্মীরাও। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মীদের পাশে দাঁড়াতেই তাঁদের এই উদ্যোগ। 

timer শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ০৯:১৬ key status

শনিবার সকালেও একই দৃশ্য ধর্মতলার অনশন মঞ্চে

একনজরে অনশনরত চিকিৎসকেরা।

একনজরে অনশনরত চিকিৎসকেরা।

শনিবার সকালেও একই দৃশ্য ধর্মতলার অনশন মঞ্চে। মঞ্চের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন আন্দোলনকারীরা, রয়েছেন সাধারণ মানুষও। আন্দোলনকারী এক চিকিৎসক ঊর্মিমালা সংবাদমাধ্যমকে জানালেন, অনশনকারীরা সকলেই বেশ দুর্বল হয়ে পড়েছেন। তবে শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। উর্মিমালা মনে করিয়ে দিলেন, ‘‘আমাদের অনশনকারীদের সংখ্যাটা কিন্তু ১০। উত্তরবঙ্গেও আমাদের দুই ভাই অনশনে বসে রয়েছেন। তাঁদের সঙ্গেও ফোনে কথা হয়েছে। এই আন্দোলন শুধু কলকাতার নয়। এই আন্দোলন সারা বাংলার।’’ 

Advertisement
timer শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ০৮:১৯ key status

রবিবার ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক আইএমএ বেঙ্গলের

রবিবার সর্বভারতীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন) বেঙ্গল শাখা কলকাতা-সহ জেলায় জেলায় ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে ডাক্তার দ্বৈপায়ন মজুমদার জানিয়েছেন, আগামী রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গোটা রাজ্যে জুড়ে এই অনশন চলবে। তিনি আরও জানান, এর পরেও কোনও সুরাহা না হলে বিকল্প পন্থা ভাববেন তাঁরা।

timer শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ০৮:১৩ key status

অনশনে যোগ দিয়েছেন আরও দুই ডাক্তার

আলোলিকা এবং পরিচয়।

আলোলিকা এবং পরিচয়। —নিজস্ব চিত্র।

শুক্রবার রাতে ধর্মতলায় ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর তরফে জানানো হয়, আরও দুই জন জুনিয়র ডাক্তার আমরণ অনশন শুরু করছেন। তাঁরা হলেন পরিচয় পণ্ডা এবং আলোলিকা ঘোড়ুই। পরিচয় শিশুমঙ্গল হাসপাতালের সঙ্গে যুক্ত। তিনি ওই হাসপাতালের ইএনটি (নাক, কান, গলা) বিভাগের পিজিটি-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া। আর কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের পিজিটি আলোলিকা। তাঁরা জানান, সরকার যত দিন পর্যন্ত না তাঁদের দাবি মেটাচ্ছে, তত দিন এ ভাবেই জীবনকে বাজি রেখে এগিয়ে যাবেন একে একে।

timer শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ০৮:১১ key status

অনশনের ১৫৪ ঘণ্টা অতিক্রান্ত

—নিজস্ব চিত্র।

১০ দফা দাবিতে গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ছ’জন চিকিৎসক। পরদিন যোগ দেন অনিকেত, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার রাতে তাঁকে আরজি করে ভর্তি করানো হয়। শুক্রবার থেকে অনিকেতের অবস্থা খানিক স্থিতিশীল হলেও এখনও পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হচ্ছে স্নিগ্ধারও। কিন্তু মনোবল কমেনি কারোরই। পরে শুক্রবার রাতে অনশনে যোগ দিয়েছেন আরও দুই জন। অর্থাৎ বর্তমানে ওই মঞ্চে অনশনরত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। এ ছাড়া, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দুই জুনিয়র ডাক্তারও ‘আমরণ অনশন’ করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy