Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Dengue

রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ছাড়াল ৩০ হাজার

বৃহস্পতিবার সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতাল কর্তৃপক্ষদের সঙ্গে স্বাস্থ্য ভবনের ভার্চুয়াল বৈঠকেও উঠে এসেছে এই আশঙ্কার কথা।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ০৮:২৭
Share: Save:

প্রতি সপ্তাহে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মাত্র এক সপ্তাহে মশাবাহিত এই রোগে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮৮০ জন। ফলে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৭৭৩। ক্রমাগত লেখচিত্র এমন ঊর্ধ্বমুখী হতে দেখে স্বাস্থ্য শিবিরের আশঙ্কা, ২০১৯ সালের রেকর্ডকেও কি ছাপিয়ে যাবে ২০২২?

বৃহস্পতিবার সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হাসপাতাল কর্তৃপক্ষদের সঙ্গে স্বাস্থ্য ভবনের ভার্চুয়াল বৈঠকেও উঠে এসেছে এই আশঙ্কার কথা। সূত্রের খবর, গত পাঁচ বছরের নিরিখে ২০১৯ সালকে ডেঙ্গি অতিমারির ‘আউটব্রেক’ বছর হিসাবে চিহ্নিত করা হয়। এ দিনের বৈঠকে স্বাস্থ্যকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, চলতি বছরে আক্রান্তের মোট সংখ্যা আরও বেশি হবে। যা খুবই উদ্বেগের। প্রতি সপ্তাহে রাজ্যে ডেঙ্গির গতিপ্রকৃতির সামগ্রিক রিপোর্ট প্রকাশ হয় বৃহস্পতিবার। সেই মতো এ দিন সামনে এসেছে স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট। তাতে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত চলতি বছরের প্রত্যেক সপ্তাহে যত জন করে নতুন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে এই ৪১তম সপ্তাহে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। স্বাস্থ্য আধিকারিকেরা জানাচ্ছেন, প্রতি সপ্তাহে নতুন করে আক্রান্ত হচ্ছিলেন তিন-চার হাজার জন। এ বার এক সপ্তাহেই সেই সংখ্যা পৌঁছে গিয়েছে পাঁচ হাজারের ঘরে।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ২০১৯ সালের ৪১তম সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৩৫০২ জন। এ বার সংক্রমিতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। শুধু শহরাঞ্চলই নয়, গ্রামাঞ্চল ও বিভিন্ন জেলায় ধীরে হলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্তের নিরিখে কম হলেও, লেখচিত্র ঊর্ধ্বমুখী নদিয়া, কালিম্পং, দার্জিলিং-সহ কয়েকটি জেলাতেও। এ দিন সেই জেলাগুলি নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।

সাপ্তাহিক রিপোর্টে দেখা যাচ্ছে, গত এক সপ্তাহে সব থেকে বেশি আক্রান্ত উত্তর ২৪ পরগনায় (১২৫৩ জন)। ওই জেলায় মোট আক্রান্ত ৫৯০১ জন। দ্বিতীয় স্থানে হাওড়া। সেখানে এক সপ্তাহে ৬৩৬ জন আক্রান্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৬৬। গত এক সপ্তাহে কলকাতায় ৬০৬ জন আক্রান্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৪০৬ জনে। হুগলিতে মোট আক্রান্ত ৩০১৬ (গত এক সপ্তাহে ৫০৮ জন)। এ দিন স্বাস্থ্যকর্তারা জানান, বর্তমান পরিস্থিতিতে কোনও পুরসভা বা স্বাস্থ্য দফতর একে অপরকে দোষারোপ করলে চলবে না। পরিস্থিতি ভাল হলে সেই সাফল্য যেমন উভয়ের, তেমনই আক্রান্ত বেড়ে পরিস্থিতি খারাপ হওয়ার ব্যর্থতাও উভয়েরই।

অন্য বিষয়গুলি:

Dengue West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy