ওঁদের কেউ মুদিখানার দোকানি, কেউ মাছ বিক্রি করে সংসার চালান। কারও দিন গুজরান হয় হকারি করে। পুরনো পাঁচশো-হাজারের নোট বাতিলে ধাক্কা লেগেছে ওঁদের প্রত্যেকের রুজিরুটিতে। গত ১৫ নভেম্বর নোট-বাতিল ঘোষণার ৭ দিন পরে ওই ছ’জনের সঙ্গে কথা বলেছিল আনন্দবাজার। নোট বাতিলের পর একটা মাস পেরিয়েছে। ওঁদের পরিস্থিতি কী বদলেছে একটুও? ফের খোঁজ নিল আনন্দবাজার।
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ০২:০৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।