করোনা সংক্রান্ত বিধিনিষেধ ও সতর্কতা মেনেই পর্যটন কেন্দ্র খুলতে দেওয়ার দাবিতে রাস্তায় নামল পর্যটন সংস্থাগুলি। তাদের বক্তব্য, পর্যটন কেন্দ্র একেবারে বন্ধ করে দেওয়ায় বহু মানুষের জীবিকার ক্ষতি হচ্ছে, ধাক্কা খাচ্ছে রাজ্যের অর্থনীতি। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মঙ্গলবার কোভিড-বিধি মেনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন প্রায় ২০টি পর্যটন সংস্থার প্রতিনিধিরা। সতর্কতামূলক ব্যবস্থা-সহ পর্যটন কেন্দ্র খোলার দাবি জানান তাঁরা। দাবিপূরণ না হলে পরে ফের বড় আকারে রাস্তায় নামার কথাও বলেছেন তাঁরা।