পিএফ কমিশনারের সঙ্গে বিপিসিএমইউ-এর বৈঠক নিজস্ব চিত্র।
শিল্পাঞ্চলের চটকল শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের বকেয়া টাকা আদায় ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের জন্য পেনশন চালুর দাবিতে ব্যারাকপুরের পিএফ দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ হল বেঙ্গল প্রভিন্সিয়াল চটকল মজদুর ইউনিয়নের (বিপিসিএমইউ) ডাকে। তাদের অভিযোগ, রাজ্যের চটকলগুলির কর্তৃপক্ষ শ্রমিকদের গ্রাচ্যুইটি এবং পিএফের কমপক্ষে হাজার কোটি টাকা বকেয়া রেখেছেন। পিএফের বকেয়া আদায়ের জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপও পিএফ কর্তৃপক্ষ ও রাজ্য সরকার করেনি। পরে ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ, রাজ্য সম্পাদক দীপক সাহা, মুজিবর রহমান, সুধাংশু মণ্ডলেরা বিষয়টি নিয়ে পিএফ কমিশনারের সঙ্গে দেখা করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy