বিপর্যস্ত শ্রীলঙ্কার পাশে থাকার বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ।
প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার টালমাটাল পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। শুক্রবার কলকাতায় অত্যাধুনিক রণতরী উদ্বোধনের আগে এই বার্তা রাজনাথের।
শুক্রবার যুদ্ধজাহাজ দুনাগিরির উদ্বোধনে এসে প্রতিরক্ষা মন্ত্রীর বার্তা, “ভারতীয় নৌসেনা আত্মনির্ভরতার প্রতীক। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। তার সঙ্গেই বিভিন্ন দেশের মধ্যেকার রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও দ্রুত বদলে যাচ্ছে। কিছু দিন আগে অতিমারি পরিস্থিতি সামলে উঠেছে বিশ্ব। আফগানিস্তান, ইউক্রেনের পরিস্থিতির কথা আমরা জানি। স্বাভাবিক ভাবেই এর প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পৃথিবীর সব দেশেই পড়েছে। ভারতেও এর প্রভাব পড়েছে। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা শ্রীলঙ্কাকে সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত। ভারত তার সব প্রতিবেশী দেশের পাশে আছে।"
অতিশক্তিশালী ও অত্যাধুনিক যুদ্ধজাহাজ দুনাগিরির উদ্বোধনে কলকাতায় এসে এমনই বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। শুক্রবার কলকাতায় হুগলি নদীর জলে ভাসল এই অত্যাধুনিক রণতরী। গার্ডেনরিচে নৌবাহিনীর কর্মসূচিতে এসে এর উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী। ৬৬৭০ টনের এই যুদ্ধজাহাজ শত্রুপক্ষকে সহজে ঘায়েল করতে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রের দাবি, আইএনএস দুনাগিরি ভারতীয় নৌবাহিনীর আধুনিকতম ‘স্টেল্থ’ রণতরী। শুক্রবারেই কলকাতায় হুগলি নদীর জলে ভাসানো হল তাকে। সে সঙ্গে আধুনিক সমরাস্ত্রে আরও একটি ধাপ এগিয়ে গেল ভারত। সেই রণতরী উদ্বোধনের মুহূর্তেই প্রতিবেশী দেশকে সহায়তার বার্তা দিলেন রাজনাথ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy