Cyclone Amphan in West Bengal: Destructive situations of various districts dgtl
amphan
আমপানের তুমুল তাণ্ডবে লন্ডভন্ড নানা জেলা, কোথায় কতটা ক্ষতি দেখে নিন
জেলার নানা জায়গায় আমপান রেখে গিয়েছে তার ধ্বংসলীলার ছাপ।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২১ মে ২০২০ ১৬:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
ভাঙা গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের চেষ্টা।
০২১৩
শান্তিপুরে গাছের চাপে ভেঙে পড়েছে বাড়ি। এক রাতের সাইক্লোনে আশ্রয় হারিয়েছেন বহু মানুষ।
০৩১৩
সুপার সাইক্লোনের কবলে উত্তর ২৪ পরগণায় উপড়ে গিয়েছে বিজ্ঞাপনের হোর্ডিংয়ের কাঠামো। তার পাশেই রাস্তা জুড়ে পডে রয়েছে উপড়ে যাওয়া গাছ।
০৪১৩
দক্ষিণ ২৪ পরগণায় আমপানের তাণ্ডবে উপড়ে গিয়েছে বিদ্যুতের বহু খুঁটি। তেমনই এক বিদ্যুতের খুঁটি সরাচ্ছেন বিদ্যুৎ দফতরের কর্মীরা।
০৫১৩
উত্তর ২৪ পরগণায় একশো বছরের পুরনো গাছ উপড়ে পড়ল রাস্তায়। সেই পথে গাছের ডালের নীচ দিয়েই প্রাণ হাতে চলছে আনাগোনা।
০৬১৩
সাইক্লোনের তাণ্ডবে নদীয়ায় বাড়ির চালে পড়েছে গাছ। সেই চাপ সইতে না পেরে তুবড়ে ভেঙে গিয়েছে বাড়ির অ্যাসবেস্টসের চাল।
০৭১৩
গত রাতের সুপার সাইক্লোনে উত্তর ২৪ পরগণায় বিপজ্জনক ভাবে উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। স্থানীয়রাই তা সরানোর চেষ্টা করছেন। জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ গোটা এলাকায়।
০৮১৩
গোসাবায় গাছপালার প্রায় কোনও অস্তিত্ব নেই। বিপর্যয় মোকাবিলা বাহিনী যন্ত্রের সাহায্য়ে গাছ কেটে রাস্তা সাফ করার কাজ শুরু করেছে।
০৯১৩
উত্তর ২৪ পরগণাতেও গাছ সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছেন পুলিশকর্মীরা।
১০১৩
আমপানের হাত থেকে বাঁচেনি রাস্তার ধারের গুমটি দোকানও। চাল উড়িয়ে, দেওয়াল ধসিয়ে দোকান কার্যত পরিণত হয়েছে ক’টা বাঁশের কাঠামায়। ধ্বংসস্তূপ থেকে কোনও ক্রমে রেঁচে যাওয়া রসদটুকু সরানোর ব্যবস্থা করছেন দোকানী।
১১১৩
নদীয়ায় উপড়ে যাওয়া গাছ পড়ে আটকে আছে রাস্তা। যানজট সরাতে স্থানীয়রা করাতের সাহায্যে গাছ কেটে রাস্তা সাফ করার কাজ শুরু করেছেন।