Advertisement
৩০ অক্টোবর ২০২৪

সিঙ্গুর থেকে নবান্ন অভিযানে বামেরা

এই দাবিকে সামনে রেখেই আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর সিঙ্গুর থেকে নবান্ন অভিযান করবে বাম ছাত্র ও যুবরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৯ ০৪:২১
Share: Save:

তৃণমূল ডাক দিয়েছে, ‘দিদিকে বলো’। বামেদের যুব ও ছাত্র সংগঠন পাল্টা ডাক দিল, ‘বলে লাভ নেই, চলো নবান্ন’! তাদের দাবি, ‘কম খরচে পড়ুক সবাই, কারখানা, কাজ, বেকারভাতা চাই’।

এই দাবিকে সামনে রেখেই আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর সিঙ্গুর থেকে নবান্ন অভিযান করবে বাম ছাত্র ও যুবরা। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও সরকারি ও বেসরকারি ক্ষেত্রে পড়াশোনার খরচ কমেনি। কলেজে ভর্তির নামে ‘কাটমানি’ নিয়েছেন শাসক দলের নেতারা। নতুন শিল্প হয়নি, কর্মসংস্থানের পথ বন্ধ। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারও রাজ্যের একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিলগ্নিকরণের পথে যাচ্ছে। এ সবের প্রতিবাদেই ‘সিঙ্গুর থেকে নবান্ন চলো’র ডাক।

সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র শুক্রবার বলেন, ‘‘সিঙ্গুরে কারখানা হলে রাজ্যে শিল্পায়নের নতুন দিগন্ত খুলতো। সেই কারখানা ধ্বংসের কারিগরেরা এখন নবান্নে। তাই সিঙ্গুর থেকেই যাত্রা শুরু করে আমরা নবান্নে জবাব চাইতে যাব।’’

অন্য বিষয়গুলি:

CPM Nabanna Singur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE