Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Agitation of CPM

‘পিসি-ভাইপোর দালালি করছে ইডি-সিবিআই’, সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভে বামেরা

বামেদের অভিযোগ, ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি আদালতের নির্দেশ সত্ত্বেও কাজ করছে না। তৃণমূলের ‘দুর্নীতিগ্রস্ত’দের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে না।

CPM rally at CGO complex to protest against inactiveness of Central agencies

সিজিও কমপ্লেক্সের অদূরে বামেদের জমায়েত। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ ১৫:৩৬
Share: Save:

কেন্দ্রীয় সংস্থার নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান শুরু হয়েছে। উল্টোডাঙার হাডকো মোড় থেকে মিছিল করে ইডি, সিবিআইয়ের দফতরের সামনে যান সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম প্রমুখ। উপস্থিত হয়েছেন সূর্যকান্ত মিশ্রও। এই মিছিলে হাঁটতে হাঁটতেই কেন্দ্রীয় সংস্থার দিকে কটাক্ষ ছুড়ে দিলেন সুজন।

বামেদের অভিযোগ, ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি আদালতের নির্দেশ সত্ত্বেও কাজ করছে না। তৃণমূলের ‘দুর্নীতিগ্রস্ত’দের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে না। সুজন বলেন, ‘‘ওরা দালালি করছে। কোর্টের নির্দেশ সত্ত্বেও পিসি-ভাইপোর দালালি করা হচ্ছে। আসলে কেন্দ্রের শাসকদল বিজেপির নির্দেশেই কোর্টের নির্দেশ সত্ত্বেও ওরা পিসি, ভাইপোকে সাহায্য করছে। ইডি, সিবিআই যে অপদার্থ, সেটা ওরা প্রমাণ করেছে। ওদের জবাব দেব বলে আমরা এখানে জড়ো হয়েছি।’’

দিল্লিতে তৃণমূলের কর্মসূচিকে ‘নাটক’ বলে ব্যাখ্যা করেছেন সুজন। তিনি বলেন, ‘‘দিল্লি গিয়ে নাটক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা। সবাই তা বুঝে গিয়েছে। ১০ লক্ষ বলে দু’হাজার লোকও ওঁরা নিয়ে যেতে পারেননি। নাটকটা যে হেতু ধরা পড়ে গিয়েছে, আর একটা নতুন নাটক করার জন্য এ বার ওরা রাজভবন যাচ্ছে। রাজ্যপাল নেই জেনেই ওরা ওখানে যাচ্ছে।’’

ভাষণ দিতে উঠে সুজন অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডসকে এক হাত নেন। তাঁর কথায়, ‘‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের কথা আমাদের নেতারা ২০১৩ সাল থেকে বলে আসছেন। ওখানে কালো টাকা সাদা করা হয়। দুর্নীতিগ্রস্তদের রক্ষা করা হয়। যাঁরা সে দিন বিদ্রুপ করেছিলেন, এখন তাঁরাই সপরিবারে জেলে যেতে শুরু করেছেন।’’

সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম বলেন, ‘‘আমরা চাই, সব চোরদের শাস্তি দিতে হবে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, চাকরি না দিয়ে যাঁরা সংস্থা খুলে চাকরি নিলাম করেছে, তাঁদের শাস্তি দিতে হবে। ইডি, সিবিআই তো কালীঘাটের ঠিকানা খুঁজেই পাচ্ছে না। হাই কোর্ট বলার পরেও অভিষেকের ঠিকানা খুঁজে পাচ্ছে না। এঁরাই তো ভবিষ্যকের শুভেন্দু। এঁদের তাই ইডি, সিবিআই বাঁচাচ্ছে। আমরা ওদের নাড়া দিতে এসেছি। রাজনৈতিক স্বার্থে ইডি, সিবিআইকে ব্যবহার করা যাবে না।’’

বামেদের সিজিও কমপ্লেক্স অভিযান ছিল পূর্বঘোষিত। সেই মতো বৃহস্পতিবার বেলার দিকে বিভিন্ন দিক থেকে মিছিল করে সিজিও কমপ্লেক্সের কাছে আসতে শুরু করেন বাম কর্মী, সমর্থকেরা। সিজিও-র একেবারে সামনে তাঁরা যাননি। ইডি, সিবিআইয়ের দফতর থেকে বেশ কিছুটা দূরে মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই জমায়েত করেন বামেরা। মঞ্চে উঠে একে একে সিপিএম নেতৃত্ব ভাষণ দেন। ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমেরা। গোলমাল এড়াতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বামেদের কয়েক জন প্রতিনিধি সিজিওতে গিয়ে একটি স্মারকলিপি জমা দিয়ে আসবেন। আপাতত সেটি ‘প্রস্তাব’ আকারে রয়েছে। এর পরেও কাজ না হলে ‘চার্জশিট’ নিয়ে আসবেন বলে হুঁশিয়ারি দেন বাম নেতৃত্ব।

উল্লেখ্য, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রীর। কিন্তু বামেদের অভিযোগ, ইডি বা সিবিআই আদালতের নির্দেশ সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে তেমন জোরালো পদক্ষেপ করছে না। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই ইডি, সিবিআইয়ের তদন্তে এই ‘ঢিলেমি’। বিজেপি এবং তৃণমূল প্রকাশ্যে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও তাদের মধ্যে গোপন সাঁট রয়েছে বলে বামেদের অভিযোগ দীর্ঘদিনের। সিজিও কমপ্লেক্স অভিযানে সেই ‘বিজেমূল’ তত্ত্বই নতুন করে তুলে ধরার ইঙ্গিত দিলেন সুজন, সেলিমরা।

অন্য বিষয়গুলি:

CPM CGO Complex ED CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy