বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। —ফাইল চিত্র।
ক্রিকেটে মগ্ন বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। চলতি বিশ্বকাপ নিয়মিত দেখছেন তিনি। ভারতের একটি ম্যাচও বাদ দিচ্ছেন না। ভারতের ‘সূর্যে’ মজেছেন তিনি। সূর্যকান্ত নয়, এই ‘সূর্য’ হলেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপে তাঁর খেলাই মনে ধরেছে বিমানের। বৃহস্পতিবার আলিমুদ্দিনে বসে খেলা দেখতে দেখতে সে কথা নিজের মুখেই জানিয়েছেন বর্ষীয়ান নেতা। ভাগ করে নিয়েছেন ক্রিকেট নিয়ে নিজের ছোটবেলার স্মৃতিও।
বৃহস্পতিবার সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৈঠক শেষ হওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে গল্প করছিলেন। সেই সময় হঠাৎ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখা যায় বিমানকে। ব্যস্ততার কারণে সেলিমের সঙ্গে তাঁর ধাক্কাও লাগে। এর পর বিমান ঘরের অন্য প্রান্তে টিভির সামনে চলে যান। টিভিতে তখন চলছে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ। টেবিলে হেলান দিয়ে খেলা দেখছিলেন বিমান। ভারতীয় ব্যাটারদের ভুল শটে মাথা নেড়ে আফসোসও করছিলেন।
সাংবাদিকেরা বিমানকে প্রশ্ন করেন, ‘‘আপনি কখনও ক্রিকেট খেলেছেন?’’ জবাবে তিনি বলেন, ‘‘ছোটবেলায় খেলতাম। আমি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি, তখন আমাকে প্রথম ব্যাট কিনে দেওয়া হয়েছিল। তার আগে পর্যন্ত লাঠি দিয়ে খেলতাম।’’
ভারতের খেলা কেমন লাগছে? বিশ্বকাপ জিতবে কোন দল? বিমান বলেন, ‘‘আমি তো ক্রিকেট বিশেষজ্ঞ নই। তবে খেলা দেখে মনে হচ্ছে, ভারত এ বার হারার জায়গাতেই নেই। দারুণ খেলছে। ভারতের প্রত্যেকটি ম্যাচ আমি দেখছি।’’ ভারত-সহ উপমহাদেশের খেলোয়াড়দের একটি সমস্যা আছে বলে মনে করেন বর্ষীয়ান বাম নেতা। তিনি বলেন, ‘‘ভারত, পাকিস্তান, বাংলাদেশের ফিল্ডারদের একটা সমস্যা আছে। তাঁরা ভাল করে ক্যাচ ধরতে পারেন না। পাঁকাল মাছের মতো তাঁদের হাত থেকে ক্যাচ ফস্কে যায়।’’
বিমানকে জিজ্ঞাসা করা হয়, ‘‘আপনি কোন ক্রিকেটারের ভক্ত?’’ উত্তরে তিনি বলেন, ‘‘যে ভাল খেলে, আমি তারই ভক্ত।’’ বিরাট কোহলির প্রসঙ্গ উঠলে বিমান টেনে আনেন সূর্যকে। বলেন, ‘‘শুধু বিরাট কেন? সূর্যকুমার কত ভাল খেলোয়াড় বলো! ও পরের দিকে নামে ঠিকই, কিন্তু ওর খেলা আমার খুব ভাল লাগে।’’ বিরাটের খেলা প্রসঙ্গে বিমানের বক্তব্য, ‘‘বিরাটও খুব ভাল খেলোয়াড়। তবে ওকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে খেললে ও অনেক বড় হবে। আগের দিন তো আমি ভেবেছিলাম, বিরাট ১০০-র বেশি রান করবে। ৯৫ রানে আউট হয়ে গেল!’’
রবিবার ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে। খেলা দেখতে মাঠে যাবেন? প্রশ্ন শুনে বিমান বলেন, ‘‘না না! টিভিতেই ভাল দেখা যায়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy