Advertisement
২২ জানুয়ারি ২০২৫

একত্রে প্রতিবাদের পথেই সূর্য-সোমেন-বিমানেরা

আগামী সপ্তাহে ১ অগস্ট প্রয়াত পিডিএস নেতা সৈফুদ্দিন চৌধুরীর জন্মদিন উপলক্ষে আলোচনাসভায় একমঞ্চে থাকার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেনবাবু ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০৩:৩৩
Share: Save:

বিজেপি ও তৃণমূলের মোকাবিলায় কংগ্রেস-সহ গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য গড়ার প্রশ্নে বিতর্কে ইতি টানার বার্তা দেওয়া হয়েছে সিপিএমের সদ্যসমাপ্ত রাজ্য কমিটির বৈঠকে। ঘটনাচক্রে, তার পরেই ফের একত্রে পথে নামছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, সোমেন মিত্রেরা। ভাটপাড়া এলাকায় আইনশৃঙ্খলার শোচনীয় হাল এবং ধারাবাহিক অশান্তির প্রতিবাদে আজ, শুক্রবার ব্যারাকপুরে যৌথ মিছিল করে পুলিশ কমিশনারের কাছে যাওয়ার কথা সূর্যবাবু, সোমেনবাবুদের। আগামী সপ্তাহে আবার প্রয়াত পিডিএস নেতা সৈফুদ্দিন চৌধুরীর জন্মদিন উপলক্ষে আলোচনাসভায় একমঞ্চে থাকার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেনবাবু ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর।

সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও রাজ্য সম্পাদক সূর্যবাবু দু’জনেই বলেছেন, সাম্প্রদায়িকতা বা গণতন্ত্রের উপরে আক্রমণের প্রতিবাদে ব্যাপকতম ঐক্যের মঞ্চ গড়ে তুলতে হবে। পাশাপাশিই বামেদের নিজস্ব কর্মসূচি চলবে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে জেলা সভাপতিদের বৈঠকেও উঠে এসেছে, বামেদের সঙ্গে যৌথ আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করতে হবে নির্বাচনী আঁতাঁতের অপেক্ষায় না থেকেই। এই সূত্র মেনেই উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্ট ব্যারাকপুরে তাদের কর্মসূচিতে সিপিএম ও কংগ্রেসের রাজ্য নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে। তবে বাম শরিকদের দাবি মেনে ভাটপাড়ায় আগের মিছিলের মতোই আজ ব্যারাকপুরে দলীয় কোনও পতাকা ছাড়া শান্তির দাবিতে মিছিল করবেন কংগ্রেস ও বাম নেতারা। ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে মিছিল করে তাঁদের যাওয়ার কথা পুলিশ কমিশনারের কাছে দাবিপত্র দিতে।

প্রয়াত প্রাক্তন সাংসদ সৈফুদ্দিনের জন্মদিনে আগামী ১ অগস্ট ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ‘দেশ রক্ষায় ধর্মনিরপেক্ষ মানুষের ঐক্য চাই’ শীর্ষক আলোচনার আয়োজন করেছে পিডিএস। দলের নেতা সমীর পূততুণ্ড আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস ও বাম নেতাদের। কংগ্রেসের সোমেনবাবু, সিপিএমের সুজনবাবু ছাড়াও সিপিআই ও ফরওয়ার্ড ব্লকের দুই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় ও নরেন চট্টোপাধ্যায়, আরএসপি-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ ভট্টাচার্য, সিপিআই (এম-এল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষেরও সে দিন বক্তা হিসেবে থাকার কথা।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

BJP TMC CPM Secularism Congress Biman Bose
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy