Advertisement
১৪ জানুয়ারি ২০২৫
Mamata Banerjee

২১ মে থেকে ‘এ-জোন’ বাদে রাজ্যের সর্বত্র বড় দোকান খুলবে

এ রাজ্যের কনটেনমেন্ট জোনকে তিনটি (এ, বি, সি) ভাগে ভাগ করা হল।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মে ২০২০ ১৬:১৭
Share: Save:

এ রাজ্যের কনটেনমেন্ট জোনকে তিনটি (এ, বি, সি) ভাগে ভাগ করা হল। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ জোন হল সংক্রমিত (Affected) এলাকা। বি জোন হল বাফার জোন। সি হল ক্লিন জোন।

• করোনা সংক্রমণের নিরিখে বিভিন্ন এলাকাকে তিন ভাগে ভাগ করছে রাজ্য। বুথভিত্তিক ভাবে এই ভাগ করা হয়েছে। কন্টেনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, অ্যাফেক্টেড জোন, দ্বিতীয়ত, বাফার জোন ও তৃতীয়ত ক্লিন জোন। নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

• খেলা চলবে, তবে জমায়েত নয়, বললেন মুখ্যমন্ত্রী।

• ২৭ মে থেকে অটো চলবে। তবে দু’জন করে যাত্রী থাকবে। ঘোষণা মুখ্যমন্ত্রীর।

• বেসরকারি বাসও চালাতে অনুরোধ করব। বেসরকারি বাসমালিকদের অনুরোধ মমতার।

• বিভিন্ন জেলার মধ্যে সরকারি বাস চালানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর।

• সামাজিক দূরত্ব মেনে হোটেল খুলবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

• এক দিন অন্তর সরকারি ও বেসরকারি অফিস খোলার ঘোষণা মুখ্যমন্ত্রীর।

• ২৭ মে-র পর থেকে জোড়-বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট, বললেন মমতা।

• ২১ মে থেকে সব বড় দোকান খুলবে।

• কন্টেনমেন্ট এলাকা ছাড়া সব এলাকায় বড় দোকান খুলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

• সাধারণ মানুষকে বলব, নিজেরা নিজেদের যত্ন নিন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে জন সাধারণকে বার্তা মুখ্যমন্ত্রীর।

• করোনা সামলাতে কেন্দ্রের থেকে আমরা কিছুই পাইনি। মানুষের বিরুদ্ধে আমরা কোনও পদক্ষেপ নেব না। আর্থিক প্যাকেজ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

• রাজ্যের সামনে এই মুহূর্তে তিনটি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম হচ্ছে করোনা। দ্বিতীয়ত পরিযায়ী শ্রমিক। তৃতীয়ত আমপান ঝড়। সাংবাদিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে বৈঠক হচ্ছে। শুধুমাত্র রেসিডেন্সিশিয়াল কমিশনারকে ডেকে নেওয়া হয়েছে। এটা অসৌজন্যমূলক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হয়তো ভুল বোঝানো হয়েছে। আমপান নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

• রাজ্য থেকে অনেক নার্সকে নিয়ে চলে যাওয়া হয়েছে, এটা ঠিক নয়। পুরুষ নার্সদের কাজে নেওয়ার যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

• আগে যাঁরা ক্ষমতায় ছিলেন তাঁরা মানুষকে প্ররোচনা দিচ্ছে। নাম না করে বিরোধীদের তোপ মমতার।

• রাজ্যের সীমানায় এলে আগে থাকতে খবর দিন। বার্তা মমতার।

• মোট ২৩৫টি ট্রেন রাজ্যে আনা হবে। এক দিনে রাজ্যে ১০টি ট্রেন ঢুকবে। সব খরচ রাজ্য সরকার বহন করবে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

• আমরা ১৫ থেকে ২০ দিনের মধ্যে আরও ১২০টি ট্রেন চাইব। বললেন মমতা।

• পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেউ কেউ ঘোলা জলে মাছ ধরতে চেষ্টা করছেন। তোপ মমতার।

• ভিন্ রাজ্য থেকে আড়াই থেকে তিন লক্ষ মানুষ এসেছেন। দাবি মুখ্যমন্ত্রীর।

• এর মধ্যে ১৬টি ট্রেন এসেছে রাজ্যে। বললেন মমতা।

• খুব এমার্জেন্সি ছাড়া কার্ফু ঘোষণা করা যায় না। নাইট কার্ফু নিয়ে মন্তব্য মমতার।

• সরকারি ভাবে এ রাজ্যে কার্ফু ঘোষণা করা হচ্ছে না। ঘোষণা মুখ্যমন্ত্রীর।

অন্য বিষয়গুলি:

Coronavirus Lockdown Mamata Banerjee COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy