প্রতীকী ছবি।
কলকাতা থেকে উড়ানের সংখ্যা আরও কমিয়ে ১০টি করা হল। বিমান মন্ত্রক সূত্রের খবর, ২৮ মে, বৃহস্পতিবার কলকাতা থেকে ১০টি উড়ান উঠবে, ১০টি নামবে। ঠিক হয়েছিল, সোমবার, ২৫ মে কলকাতা থেকে ৮০টি উড়ান দিয়ে পরিষেবা চালু হবে। বাগডোগরা থেকেও ২৮ মে ১০টি উড়ান দিয়ে পরিষেবা শুরু হতে চলেছে। সেখান থেকে সোমবার ১৪টি উড়ান চালু হওয়ার কথা ছিল। অন্ডাল থেকে ২৫ মে উড়ান পরিষেবা চালানোর কথা ছিল। রবিবার রাতে সিদ্ধান্ত হয়, ২৮ মে থেকে একটি উড়ান দিয়ে পরিষেবা শুরু হবে।
খবর না-পেয়ে সোমবার ভোর থেকে বেশ কিছু যাত্রী উড়ান ধরার জন্য পৌঁছে যান কলকাতা বিমানবন্দরে। কেউ বহরমপুর থেকে, কেউ উত্তর ২৪ পরগনা থেকে এসেছিলেন। তাঁদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, ২৫ মে-র বদলে ২৮ মে থেকে উড়ান চালু হবে আমপানে বিমানবন্দরের ক্ষতির জন্য। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, আমপানের পরেও কলকাতা থেকে ৪০টির বেশি উড়ান ওঠানামা করেছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর উড়ানও ছিল। আমপানে যা ক্ষতি তা বিমান রাখার হ্যাঙ্গারের দিকে হয়েছে। বিমান পরিষেবা
স্বাভাবিক রয়েছে।
রাজ্য সরকার রবিবার এক নির্দেশিকায় বলেছে, কলকাতায় আসা যাত্রীদের একটি ফর্মে নিজের বিস্তারিত তথ্য স্বাস্থ্য দফতরকে দিতে হবে। বিমানবন্দরেই প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা হবে। সংক্রমণের লক্ষণ না-থাকলে নিভৃতবাস কেন্দ্রে থাকতে হবে না। ১৪ দিন বাড়িতে থেকে নিজের শরীরের উপরে বিশেষ নজর রাখতে বলা হবে। ওই সময়ে সংক্রমণের লক্ষণ দেখা দিলে অবিলম্বে স্থানীয় চিকিৎসক বা রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করতে হবে। কলকাতায় নামা যাত্রীর দেহে সংক্রমণের হালকা বা স্পষ্ট আভাস মিললে লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। লক্ষণ হালকা হলে বাড়িতে নিভৃতবাসে থাকতে বলা হবে। চাইলে সরকারি নিভৃতবাসেও থাকতে পারবেন। সংক্রমণের স্পষ্ট লক্ষণ থাকলে কোভিড হাসপাতালে ভর্তি করা হবে। কেন্দ্রীয় সরকারও গোটা দেশের জন্য হুবহু এই একই নির্দেশিকা জারি করেছে।
আরও পড়ুন: অমিত শাহের মন্তব্যেই লাল সঙ্কেত দেখেছিল চিন
সোমবার মেট্রো শহরগুলি ছাড়া অন্য রুটে পর্যাপ্ত যাত্রী না পেয়ে সোমবার সকাল থেকে বেশ কিছু সংস্থা নিজেরাই উড়ান বাতিল করতে শুরু করে। বিমানমন্ত্রী হরদীপসিংহ পুরী অবশ্য আশাবাদী। তাঁর বক্তব্য, ‘‘গত কাল একটিও উড়ান চলেনি। আজ ৫৩২টি বিমানে ৩৯,২৩১ জন যাত্রী যাতায়াত করেছেন। বিমান ক্ষেত্রে ফের কাজ শুরু হয়েছে। আগামিকাল অন্ধ্রপ্রদেশ ও ২৮ মে পশ্চিমবঙ্গ থেকে উড়ান চালু হলে উড়ানের সংখ্যা আরও বাড়বে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy