করোনা বিধি মেনে ৪ সেপ্টেম্বর থেকে তারকেশ্বর মন্দিরের দরজা খুলে দেওয়া হলেও গর্ভগৃহে ঢুকে জল ঢালায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন মন্দির কর্তৃপক্ষ। —নিজস্ব চিত্র।
করোনা পরিস্থিতিতে বছরখানেক বন্ধ থাকার পর অবশেষে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহের দ্বার খুলছে। বুধবার থেকে ভক্তদের জন্য তা পুরোপুরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
করোনার সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল তারকেশ্বর মন্দির। প্রতিবারের মতো মন্দির ঘিরে গাজনমেলা বা শ্রাবণীমেলাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে দেশ জুড়ে ধীরে ধীরে লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পর বেশ কয়েকটি ধর্মীয় স্থান এবং মন্দির খোলা হলেও তার গর্ভগৃহে প্রবেশে বাধা ওঠেনি।
করোনা বিধি মেনে ৪ সেপ্টেম্বর থেকে তারকেশ্বর মন্দিরের দরজা খুলে দেওয়া হলেও গর্ভগৃহে ঢুকে জল ঢালায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন মন্দির কর্তৃপক্ষ। তবে এ বার সে বাধাও কেটে গেল। বুধবার থেকে মন্দিরের গর্ভগৃহে ঢুকে জল ঢালতে পারবেন ইচ্ছুক ভক্তেরা। তারকেশ্বর মন্দিরের মহন্ত দণ্ডিস্বামী সুরেশ্বর বলেন, ‘‘করোনার বিধিনিধেধ মেনে বুধবার থেকে সকলেই গর্ভগৃহে জল ঢালতে পারবেন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy