গ্রাফিক: শৌভিক দেবনাথ
এ যেন সাপলুডো। টানা ২০ দিন ধরে ৪ হাজারের উপরেই ঘোরাফেরা করছিল দৈনিক সুস্থের সংখ্যা। গত ১৯ নভেম্বর থেকে তা ৩ হাজারের গণ্ডিতে নেমেছে। শনিবারও সেই প্রবণতা বজায় রইল। তবে দৈনিক আক্রান্তের থেকে এ দিনও দৈনিক সুস্থের সংখ্যা বেশি। বেড়েছে সুস্থতার হারও। কিন্তু সংক্রমণের হার ৮ শতাংশের উপরেই রয়ে গিয়েছে। তাতে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ রয়েই গেল।
কিছু দিন আগেই সংক্রমণের চেহারা খানিকটা চুপসে গিয়েছিল। কিন্তু গত ৩ দিন ধরে তা ফের ফুলতে শুরু করেছে। তার ফলে দৈনিক আক্রান্ত আর দৈনিক সুস্থের মধ্যে এ বার ব্যবধান কমছে। শুক্রবারের তুলনায় শনিবার সেই দূরত্ব আরও কিছুটা কমল। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা এখন হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৭৭০।
সংক্রমণ বাড়লেও, রাজ্যে দৈনিক সুস্থের সংখ্যা এখনও দৈনিক আক্রান্তের উপরেই রয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৯৪ জন। ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৯ হাজার ৪০৩। এ দিন সুস্থতার হার অবশ্য গত কালকের থেকে বেড়ে হয়েছে ৯২.৬৩ শতাংশ।
সংক্রমণ বাড়লেও, রাজ্যে দৈনিক সুস্থের সংখ্যা এখনও দৈনিক আক্রান্তের উপরেই রয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৯৪ জন। ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১৯ হাজার ৪০৩। এ দিন সুস্থতার হার অবশ্য গত কালকের থেকে বেড়ে হয়েছে ৯২.৬৩ শতাংশ।
(গ্রাফে হোভার টাচ করলে দিনের পরিসংখ্যান দেখা যাবে)
আরও পড়ুন: রাতভর আলোচনার পর শোভন-বৈশাখী নিয়ে ফের তাল কাটল সকালের এক ফোনে
আরও পড়ুন:রাজ্যে টিকা পরীক্ষা হবে ডিসেম্বরেই
দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে। ফলে কমছে দৈনিক সুস্থের সংখ্যাও। এর পাশাপাশি দৈনিক মৃতের সংখ্যা ৫০-এর ঘরেই আটকে থাকায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। এ দিন ৫৩ জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে করোনায় প্রাণ হারালেন ৭ হাজার ৯৭৬ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। ৯ জন মারা গিয়েছেন কলকাতায়। হাওড়ায় ৬ জন, হুগলি এবং পশ্চিম বর্ধমানে ৪ জন করে প্রাণ হারিয়েছেন।
সংক্রমণের হারও এ দিন গত কালকের তুলনায় কিছুটা বেড়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী এ দিন সংক্রমণের হার ৮.২৩ শতাংশ। শুক্রবার তা ছিল ৮.২১ শতাংশ।
সংক্রমণের হারও এ দিন গত কালকের তুলনায় কিছুটা বেড়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী এ দিন সংক্রমণের হার ৮.২৩ শতাংশ। শুক্রবার তা ছিল ৮.২১ শতাংশ।
সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা। সেখানে নতুন করে সংক্রমিত ৮৯০। পাল্লা দিচ্ছে উত্তর ২৪ পরগনাও। এ দিন সেখানে নতুন করে আক্রান্ত ৮৪২ জন। এ ছাড়া হুগলি (২৮৮), দক্ষিণ ২৪ পরগনা (২৮৩) হাওড়া (২১১) এবং নদিয়া (২০৫)-য় দৈনিক সংক্রমণ দুশোরও বেশি। দার্জিলিং (১১৯) এবং জলপাইগুড়ি (১০৩)-তে সংক্রমণ শতাধিক।
সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা। সেখানে নতুন করে সংক্রমিত ৮৯০। পাল্লা দিচ্ছে উত্তর ২৪ পরগনাও। এ দিন সেখানে নতুন করে আক্রান্ত ৮৪২ জন। এ ছাড়া হুগলি (২৮৮), দক্ষিণ ২৪ পরগনা (২৮৩) হাওড়া (২১১) এবং নদিয়া (২০৫)-য় দৈনিক সংক্রমণ দুশোরও বেশি। দার্জিলিং (১১৯) এবং জলপাইগুড়ি (১০৩)-তে সংক্রমণ শতাধিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy