গ্রাফিক: সনৎ সিংহ
দু’দিন পর রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছ’শোর নীচে নামলেও আবার বাড়ল কলকাতায়। সেই সঙ্গে মহানগরীতে এক ধাক্কায় অনেকটা বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। দৈনিক সংক্রমিতের সংখ্যা বাড়ল উত্তর ২৪ পরগনাতেও। তবে রাজ্য জুড়ে কমল দৈনিক কোভিড সংক্রমণের হার। কমল মৃত্যুও।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৮৩ জন। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৭ জন। এই নিয়ে পর পর তিন দিন দু’শোর উপর দৈনিক সংক্রমণ শহরে। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০৮। তবে শনিবারের তুলনায় নতুন সংক্রমিতের সংখ্যা কিছুটা কমেছে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৪৪ জন, ২৩ জন ও ৩৯ জন। কমেছে নদিয়া (২৫) ও বীরভূমে (১১)।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভি়ডে মৃত্যু হয়েছে ছ’জনের। তার মধ্যে চার জনের উত্তর ২৪ পরগনায় এবং দু’জন কলকাতায়। রাজ্যে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৬০০ জন। শনিবার সংক্রমণমুক্ত হয়েছেন ৫৯১ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হারও সামান্য কমে হল ১.৫৯ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৫৭৩ জনের। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা শনিবার সামান্য কমে হল সাত হাজার ৫৪৮। তবে অনেকটা বাড়ল কলকাতায়। বেড়ে হল দু’হাজার ২৪৩।
রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন তিন লক্ষ ৯৯ হাজার ২৮২ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তি ন’কোটি ৬৯ লক্ষ ৭২ হাজার ১৭২।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy