উদ্বেগজনক পরিস্থিতি কলকাতায়। ফাইল চিত্র
দৈনিক আক্রান্তের সংখ্যা আরও কিছুটা কমল রাজ্যে। তবে শুক্রবারের তুলনায় আবার বাড়ল সংক্রমণের হার। গত ১১ দিন ধরে রাজ্যে সংক্রমণের হার দুই থেকে তিন শতাংশের ঘরে রয়েছে। উদ্বেগজনক পরিস্থিতি কলকাতায়। মহানগরীতে গত এক মাসের বেশি সময় ধরে দৈনিক আক্রান্ত শতাধিক। মৃত্যুও বাড়ল এ দিন।
শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৪৪৩ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৯ হাজার ৯০৬ জন। জেলাভিত্তিক তালিকায় শীর্ষে কলকাতাই রয়েছে। সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। উত্তর ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা ১০০-র নীচে নামলেও শুক্রবারের তুলনায় কিছুটা বেড়ে হল ৯১। তালিকায় তার পরই রয়েছে হুগলি (৪৩), হাওড়া (৩২), নদিয়া (২২), পশ্চিম মেদিনীপুর (২১), দক্ষিণ ২৪ পরগনা (২০)।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১০ জনের। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৯৬৩ জন। রাজ্যে আবার সংক্রমণের হার বেড়ে দাঁড়াল ২.৩৩ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ১৯ হাজার ১৮ জনের। কোভিড পরীক্ষার কত শতাংশ পজিটিভ, তা-ই জানা যায় সংক্রমণের হার থেকে। শনিবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ৫০১ জন। বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল সাত হাজার ৪৪৫।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৪০ হাজার ৪৯১ জন। এখনও পর্যন্ত মোট টিকাদান হয়েছে ছ’কোটি ৫৬ লক্ষ ১৪ হাজার ৯৬৭।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy