গ্রাফিক: সনৎ সিংহ
রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র নীচে নামলেও সংক্রমণের হার এক লাফে অনেকটা বেড়ে তিন শতাংশের কাছে পৌঁছল। বিগত ছ’দিনে সংক্রমণের হার দুই শতাংশের নীচেই ছিল। সেই সঙ্গে বেড়েছে দৈনিক কোভিডে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় টিকাকরণও অনেকটা কমে দেড় লক্ষের মতো। ১৩ দিন আগে শেষ বার দৈনিক টিকাকরণ দু’লক্ষের নীচে নেমেছিল।
সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী,রবিবারের তুলনায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৭২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডে আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬৬ হাজার ৮৬৫ জন। সোমবার রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে মোট ২৭ হাজার ২৭৫ জনের। এই হিসেবে এ দিন সংক্রমণের হার বেড়ে হয়েছে ২.৭৪। কোভিড পরীক্ষার কত শতাংশ পজিটিভ, তা বোঝা যায় এই সংক্রমণ হার থেকে। প্রসঙ্গত, এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাজ্যে দৈনিক কোভিড পরীক্ষা ২৭ হাজার মতো হয়েছিল। ওই দিন আক্রান্তের সংখ্যা ছিল ৫০৬। আর সংক্রমণের হার ছিল ২.৭৮ শতাংশ।
সোমবার দৈনিক সংক্রমণের জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা (৭২)। তার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭২), নদিয়া (৫১), হুগলি (৩৪), পশ্চিম মেদিনীপুর (৩২), দক্ষিণ ২৪ পরগনা (৩১)। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক মৃত্যু বেড়ে হল ১৫। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৭৫১ জন। সোমবার রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমে হয়েছে সাত হাজার ৫৮৪।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১ লক্ষ ৫৮ হাজার ৯৯১ জন। এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তের সংখ্যা ৫ কোটি ৫৭ লক্ষ ৩৪ হাজার ১ জন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy