এক নজরে রাজ্যের করোনা পরিস্থিতি। গ্রাফিক: শৌভিক দেবনাথ
রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বুধবারও ২০ হাজার ছাপিয়ে গেল। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ১৩৫ জন প্রাণ হারিয়েছেন করোনায়। দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যা করোনা পর্বে সর্বোচ্চ। সংক্রমিতের সংখ্যা প্রতি দিন বাড়তে থাকায় তার মোট হার বেড়ে হয়েছে ৯.৪৩ শতাংশ। যা এখনও পর্যন্ত সর্বাধিক।
রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৭৭ জন। দৈনিক এক হাজারের বেশি আক্রান্তের খোঁজ মিলেছে উত্তর ২৪ পরগনা (৪,০৯১), কলকাতা (৩,৯৮৯), হাওড়া (১,২৫৬), হুগলি (১,২০৩), দক্ষিণ ২৪ পরগনা (১,১৪৯) এবং নদিয়া (১,১৭১) জেলায়। এ ছাড়া ৯০০-রও বেশি আক্রান্ত পশ্চিম মেদিনীপুর (৯৪৩), বীরভূম (৯২৮) এবং পশ্চিম বর্ধমান (৯১২) জেলায়। পূর্ব মেদিনীপুর (৮৩৩), দার্জিলিং (৭৪৫), মুর্শিদাবাদ (৫২৭), পূর্ব বর্ধমান (৪৭০), বাঁকুড়া (৩৬৭), মালদহ (২৭৪), পুরুলিয়া (২৫৪)-সহ একাধিক জেলায় দৈনিক সংক্রমিতের সংখ্যা বাড়ছে। রাজ্যে সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন বেড়ে হয়েছে ১০ লক্ষ ৫৩ হাজার ১১৭ জন।
বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৩৫ জনের। যার মধ্যে শুধুমাত্র কলকাতাতেই প্রাণ হারিয়েছেন ৪৪ জন। এ ছাড়া উত্তর ২৪ পরগনা (২৭), দক্ষিণ ২৪ পরগনা (১১), জলপাইগুড়ি (১০), কালিম্পং (৮), হাওড়া (৭), হুগলি (৫), পুরুলিয়া (৫)-সহ একাধিক জেলায় করোনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মোট ১২ হাজার ৭২৮ জন।
সংক্রমণ রুখতে টিকাকরণ এবং কোভিড টেস্টকেই পাখির চোখ করেছে প্রশাসন। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ১১ হাজার ১৪৭ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১ কোটি ২১ লক্ষ ৪৬ হাজার ৪৮৭ জনের। সেই সঙ্গে কোভিড টেস্ট হয়েছে ৬৯ হাজার ৮৭৪টি। দৈনিক সংক্রমণের হার আগের থেকে বেড়ে হয়েছে ২৮.৮২ শতাংশ।
রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৬৮৪ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৯ লক্ষ ১১ হাজার ৭০৫ জন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy