প্রতীকী চিত্র।
সিবিএসই-র দশম-দ্বাদশের পরে এ বার স্থগিত হয়ে গেল আইসিএসই এবং আইএসসি পরীক্ষাও। ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত আইসিএসই এবং আইএসসি স্থগিত। সেই পরীক্ষা কবে নেওয়া হবে, তা পরে জানানো হবে বলে বৃহস্পতিবার জানান আইসিএসই কাউন্সিলের সচিব জেরি অ্যারাথুন।
জেরি এ দিন জানান, করোনা সংক্রমণের দাপটে এই দু’টি পরীক্ষা স্থগিত রাখা হল। আইসিএসই ৩০ মার্চ এবং আইএসসি ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। বুধবার কাউন্সিল এই দুই পরীক্ষার খাতা পরীক্ষকেরা বাড়ি নিয়ে গিয়ে দেখবেন বলে সিদ্ধান্ত নেয়। করোনাভাইরাস সংক্রমণের জেরেই এই ব্যবস্থা বলে জানিয়েছিলেন জেরি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর পক্ষ থেকে এ দিন দেশের সব বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে, কোনও বিশ্ববিদ্যালয় যদি এখন পরীক্ষা নেয়, তা হলে তা স্থগিত রাখতে হবে। খাতা দেখার কাজও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে। বলা হয়েছে, সব পড়ুয়া ও শিক্ষকের সঙ্গে কর্তৃপক্ষ যেন অনলাইনে যোগাযোগ রাখেন। সেই জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে হেল্পলাইন নম্বর এবং ইমেল-আইডি পড়ুয়াদের জানাতে বলা হয়েছে।
ছুটির মধ্যে পড়ুয়ারা নিজেদের ঘরে বসেই যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারেন, সেই জন্য অনলাইনে পঠনপাঠনের ব্যবস্থা করেছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)। এনআইটি দুর্গাপুরও অনলাইনে পঠনপাঠন শুরু করেছে বলে জানান অধিকর্তা অনুপম বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞান এবং প্রাণিতত্ত্ব বিভাগের দুই শিক্ষক নিজেরা অনলাইনে পাঠ দিতে উদ্যোগী হয়েছেন। শিক্ষক সংগঠন কুটা-র সাধারণ সম্পাদক পার্থিব বসু বলেন, ‘‘খুবই ভাল উদ্যোগ। তবে সকলে একসঙ্গে বসে এই ধরনের সিদ্ধান্ত নিলে ভাল হত।’’
আগে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিবপুর আইআইইএসটি। সেই সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ২১ মার্চের মধ্যে হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে এই নির্দেশ বলবৎ হবে না।
যদি কোনও বিদেশি পড়ুয়া হস্টেল ছেড়ে যেতে চান, তাঁকে ডিন (স্টুডেন্টস ওয়েলফেয়ার)-এর অনুমতি নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত রাখার জন্য এ দিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (এসটিইএ)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy