Advertisement
২৪ অক্টোবর ২০২৪
Droupadi Murmu

তৃণমূল নেতার নিশানায় রাষ্ট্রপতি, বিতর্ক শুরু

পশ্চিম মেদিনীপুরের এক ব্লক তৃণমূল সভাপতি আর জি কর নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আক্রমণ করে বিতর্কে জড়ালেন।

দ্রৌপদী মুর্মু।

দ্রৌপদী মুর্মু। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কেশিয়াড়ি শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩২
Share: Save:

রাষ্ট্রপতিকে নিয়ে কুকথা বলে ভর্ৎসিত হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এ বার পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের এক ব্লক তৃণমূল সভাপতি আর জি কর নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আক্রমণ করে বিতর্কে জড়ালেন। তৃণমূলের কেশিয়াড়ি ব্লক সভাপতি অশোক রাউত শুক্রবার টিএমসিপি-র বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ‘‘ভারতবর্ষের রাষ্ট্রপতি আর জি করের ঘটনায় নাকি খুব ভয় পেয়ে গিয়েছেন! তাঁর নাকি খুব লজ্জা লেগেছে! আমি রাষ্ট্রপতির নাম করে বলব না। ব্যক্তি দ্রৌপদী মুর্মুকে বলব— হাথরসের সময় কি আপনি অন্ধ ছিলেন, ম্যাডাম? উন্নাওয়ের সময় কি আপনি অন্ধ ছিলেন? আপনি কি চোখে দেখতে পান না অসমে মহিলাদের নগ্ন করে বিজেপির অত্যাচারের ঘটনা?... আমাদের লজ্জা লাগে।’’ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল পাল্টা বলছেন, ‘‘মাননীয়া রাষ্ট্রপতি কথাটি বলেছেন, সবার জন্যই। হ্যাঁ, আর জি করের ঘটনা ওঁকে ব্যথিত করেছে। কিন্তু এমন নয় যে, শুধু আর জি কর নিয়েই উনি কথাটি বলেছেন।’’ তবে অশোকের বক্তব্যকে সমর্থন করে রাজ্যের মন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহার মন্তব্য, ‘‘রাষ্ট্রপতির কাছে আবেদন, আইন হোক। আপনি কেন্দ্রকে বলুন— ধর্ষকের ফাঁসি, ফাঁসি আর ফাঁসি।’’

অন্য বিষয়গুলি:

Droupadi Murmu Paschim Midnapore TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE