হাওড়ার মন্দিরতলায় নবান্নের কাছে উল্টে গেল মালবোঝাই কন্টেনার। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে। যার জেরে মন্দিরতলা ও কলকাতার সংযোগকারী সেতুতে ব্যাহত হয়েছে যান চলাচল। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত কন্টেনারটি সরানো যায়নি বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে মন্দিরতলার কাছে ওই পণ্যবোঝাই কন্টেনারটি উল্টে যায়। রাস্তার মাঝে আড়াআড়ি ভাবে উল্টে গিয়েছিল কন্টেনারটি। যার ফলে মঙ্গলবার সকাল পর্যন্তও মন্দিরতলা ও কলকাতার সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুতে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন অফিসযাত্রীরা। খবর পেয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকেরা ছুটে যান। ক্রেনের সাহায্যে কন্টেনারটিকে সরানোর চেষ্টা শুরু হয়। কিন্তু মালবোঝাই কন্টেনারটি বেশ ভারী হওয়ায় সেটিকে সরাতে সমস্যা তৈরি হচ্ছে। আপাতত সেটিকে কোনও মতে রাস্তার এক পাশে সরানো গিয়েছে। যার ফলে আংশিক ভাবে চালু হয়েছে যান চলাচল।
আরও পড়ুন:
স্থানীয়েরা জানাচ্ছেন, সোমবার গভীর রাতে খিদিরপুর থেকে লিলুয়ার একটি কারখানায় যাচ্ছিল সেটি। কিন্তু নবান্নের কাছাকাছি এসে চালক ভুল করে মন্দিরতলার দিকের রাস্তা ধরেন। মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে এসে কোনও ভাবে ট্রেলার থেকে কন্টেনারটি পড়ে যায়। ঘড়িতে তখন ভোর সাড়ে ৪টে। উল্টে যাওয়া কন্টেনার সরাতে আনা হয় ক্রেন। কিন্তু বেশ ভারী হওয়ায় সেই ক্রেনেও কন্টেনারটি তোলা যায়নি। পরে কোনও মতে সেটিকে রাস্তার এক ধারে সরানো গিয়েছে।