Advertisement
০২ নভেম্বর ২০২৪
Congress

নির্বাচন কমিশনে বিক্ষোভ কংগ্রেসের

গণতন্ত্র বাঁচাও’ ডাক দিয়ে সোমবার কমিশনের দফতর চত্বরে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।

রাজ্য নির্বাচন কমিশনের সামনে কংগ্রেসের বিক্ষোভ।

রাজ্য নির্বাচন কমিশনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ০১:৩৮
Share: Save:

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পুরভোটের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। ‘গণতন্ত্র বাঁচাও’ ডাক দিয়ে সোমবার কমিশনের দফতর চত্বরে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, সচিত্র ভোটার পরিচয়পত্র দিয়েই গত বছর বিধানসভা ভোট হয়েছে। তা হলে পুরভোটে কেন ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করা হবে না? রাজ্য পুলিশ বা সিভিক পুলিশ দিয়ে কোনও ভাবেই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলে অভিযোগ করে কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করানোর দাবিও তোলেন তাঁরা। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, সৌকত আলি, ইন্দ্ররাজ চট্টোপাধ্যায়, হরিনারায়ণ বিশ্বাসেরা।

অন্য বিষয়গুলি:

Congress election commision
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE