Advertisement
১৩ অক্টোবর ২০২৪
Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে সাত

নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। হাই কোর্টে হাজিরা অনুব্রতের মেয়ের। কোর্টে তোলা হবে পার্থ এবং অর্পিতাকে। ভারত ও জিম্বাবোয়ের ম্যাচ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে নবান্নে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে নবান্নে। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ০৬:২৩
Share: Save:

মন্ত্রিসভার বৈঠক

আজ, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুপুরে নবান্নে ওই বৈঠকটি হওয়ার কথা। মন্ত্রিসভায় কী সিদ্ধান্ত নেওয়া হল সে দিকে নজর থাকবে।

হাই কোর্টে অনুব্রত-কন্যার হাজিরা

বেআইনি ভাবে প্রাথমিক স্কুলে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে। তাঁকে আজ বিকেল ৩টের মধ্যে তলব করেছে কলকাতা হাই কোর্ট। সেই মতো সুকন্যার হাই কোর্টে হাজিরা দেওয়ার কথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকে।

পার্থ, অর্পিতার কোর্টে হাজিরা

১৪ দিন জেল হেফাজতে থাকার পর আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে ফের কোর্টে হাজির করানোর কথা ইডির। আদালত আজ কী নির্দেশ দেয় তা দেখার।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কী করেন অনুব্রত

বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক কোটি টাকার সন্ধান পেয়েছে ইডি। তাঁর সম্পত্তির খোঁজও চলছে। আবার প্রাথমিকে নিয়োগ মামলায় বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগে অনুব্রতের মেয়েকে তলব করেছে আদালত। আজ তাঁর আদালতে হাজিরা দেওয়ার কথা। এই অবস্থায় সিবিআই হেফাজতে থেকে কী করেন অনুব্রত সে দিকে নজর থাকবে।

আবহাওয়া কেমন

নিম্নচাপ কাটতে না কাটতেই আবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। আজ থেকেই হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।

ভারত-জিম্বাবোয়ে ম্যাচ

আজ ভারত ও জিম্বাবোয়ের প্রথম একদিনের ম্যাচ রয়েছে। দুপুর সাড়ে ১২টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।

টালা ব্রিজ পরিদর্শনে ডেপুটি মেয়র

পুজোর আগেই চালু হওয়ার কথা উত্তর কলকাতার টালা ব্রিজের। কাজ প্রায় শেষের পথে। ব্রিজের কাজ আর কতটা বাকি রয়েছে আজ তা খতিয়ে দেখতে যাবেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। দুপুর নাগাদ তাঁর সেখানে যাওয়ার কথা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE