Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ১১

জ্ঞানবাপীর রক্ষণাবেক্ষণের অধিকার চেয়ে মামলার রায় ঘোষণা করবে আদালত। পার্থ-সহ ৭ জনকে আদালতে হাজির করাবে সিবিআই। নেতাজি ইন্ডোরে পড়ুয়াদের ট্যাব দেবেন মুখ্যমন্ত্রী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ০৫:০৭
Share: Save:

জ্ঞানবাপী: রক্ষণাবেক্ষণের অধিকার চেয়ে মামলার রায় ঘোষণা

আজ, সোমবার জ্ঞানবাপী মসজিদের রক্ষণাবেক্ষণের অধিকার নিয়ে রায় ঘোষণা করবে বারাণসীর ফাস্ট ট্র্যাক আদালত। মসজিদ চত্বরে পাওয়া ‘শিবলিঙ্গের’ পুজোর অধিকার চেয়ে এবং মুসলিমদের প্রবেশাধিকার বন্ধের আর্জিতে মামলা করেছিলেন তিন হিন্দুত্ববাদী নেতা। গত ২৭ অক্টোবর মামলায় রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারক।

পার্থ, সুবীরেশ-সহ ৭ জনকে আদালতে হাজির করাবে সিবিআই

আজ নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ৭ জনকে আলিপুর আদালতে হাজির করাবে সিবিআই। আদালত পরবর্তী কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

নেতাজি ইন্ডোরে পড়ুয়াদের ট্যাব দেবেন মুখ্যমন্ত্রী

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের হাতে ট্যাব তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ এই কর্মসূচিটি হওয়ার কথা।

অখিলের কুমন্তব্যের প্রতিক্রিয়া এবং বিজেপি বিধায়কদের নিয়ে শুভেন্দুর বৈঠক

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুমন্তব্য নিয়ে রাজনৈতিক তরজা চলছে। বিভিন্ন জায়গা থেকে এর বিরুদ্ধে প্রতিক্রিয়া আসছে। এ ছাড়া বিষয়টি নিয়ে রণকৌশল ঠিক করতে দুপুর ৩টেয় বিধানসভায় বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তাঁরা কী সিদ্ধান্ত নিলেন নজর থাকবে সে দিকেও।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বোর্ড সভাপতিত্ব থেকে সৌরভকে ‘সরানো’র বিরুদ্ধে মামলার শুনানি

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিত্ব থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘সরানো’র বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। আজ এই মামলাটির শুনানি রয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

লস্কর সদস্যের ফাঁসির সাজা নিয়ে রায় দেবে কলকাতা হাই কোর্ট

লস্কর-ই-তইবার এক সদস্যের ফাঁসির সাজা নিয়ে আজ রায় ঘোষণা করবে কলকাতা হাই কোর্ট। নিম্ন আদালত সন্ত্রাসবাদী সংগঠনের ওই সদস্যকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেন একদা তিহাড় জেলের বাসিন্দা। দুপুর ১টা ১০ মিনিট নাগাদ তাঁর আবেদনের রায় ঘোষণা করার কথা বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের।

টি২০ বিশ্বকাপ: ফিরে দেখা

রবিবার টি২০ বিশ্বকাপ শেষ হয়েছে। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এ বারের বিশ্বকাপ কী কী দেখাল, বোঝাল এবং তার পর্যালোচনার দিকে আজ নজর থাকবে।

আসন্ন ফুটবল বিশ্বকাপ

টি২০ বিশ্বকাপ শেষ হয়েছে। ক্রীড়াপ্রেমীদের নজরে এ বার ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের খেলা। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকেও।

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি খুবই উদ্বেগজনক। প্রতি দিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হচ্ছে অনেকের। কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়া জেলাগুলিতেও ডেঙ্গির দাপট অব্যাহত। নতুন করে কত জন আক্রান্ত হলেন, মৃত্যুর ঘটনা ঘটল কি না, আজ সেই সব খবরের দিকে নজর থাকবে।

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার খবর

১২ দিন কেটে গিয়েছে এখনও ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। তাঁর জ্বরও রয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, অভিনেত্রীর বিপদ এখনও পুরোপুরি কাটেনি। কারণ, এত দিন চিকিৎসার পরও তাঁর শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। এই অবস্থায় আজ তিনি কেমন থাকেন সে দিকে নজর থাকবে।

রাজ্যের আবহাওয়া কেমন?

আপাতত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়ার এমন অবস্থা আরও ক’দিন চললে আগাম শীত আসতে পারে রাজ্যে। যদিও জেলাগুলিতে শীতের দাপট শুরু হয়েছে। কলকাতাতেও সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব।

অন্য বিষয়গুলি:

News of the Day Mamata Banerjee Gyanvapi Mosque CBI Aindrila Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy