Advertisement
E-Paper

দুবাই থেকে কলকাতার উদ্দেশে রওনা দিলেন মমতা, ছ’দিনের ব্রিটেন সফর শেষ করে সন্ধ্যায় বাংলায় ফিরছেন মুখ্যমন্ত্রী

গত রবিবার স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ লন্ডনে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে টানা কর্মসূচি ছিল তাঁর। অক্সফোর্ডের কেলগ কলেজের আমন্ত্রণেই ছিল এই সফর। সঙ্গে অন্যান্য কর্মসূচি যুক্ত হয়।

CM Mamata Banerjee started her journey from Dubai airport towards Kolkata

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

অনিন্দ্য জানা • দুবাই

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৪:৪৯
Share
Save

দুবাই বিমানবন্দরে পৌনে চার ঘণ্টার অপেক্ষার পরে কলকাতার উদ্দেশে রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ মুখ্যমন্ত্রীর কলকাতায় পৌঁছোনোর কথা। ছ’দিনের ব্রিটেন সফর শেষ করে রাজ্যে ফিরছেন তিনি।

গত শনিবার কলকাতা থেকে রওনা হয়েছিলেন মমতা। কথা ছিল শনিবার সকালের বিমানে দুবাই হয়ে লন্ডনে যাবেন। কিন্তু আগের দিন বিদ্যুৎ বিপর্যয়ে হিথরো বিমানবন্দরে উড়ান বন্ধ ছিল ১৮ ঘণ্টা। মমতাকে সকালের বদলে সন্ধ্যার বিমান ধরতে হয়েছিল।

দীর্ঘ বিমানযাত্রার পরে গত রবিবার ভারতীয় সময় দুপুরে লন্ডনে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। লন্ডনে তখন সকাল ৭টা। গোটা দিন বিশ্রাম নিতে পেরেছিলেন তিনি। সোমবার থেকে টানা কর্মসূচি ছিল তাঁর। সোমে ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। পরের দিন লন্ডনে ছিল বাণিজ্য সম্মেলন। গত মাসে কলকাতায় অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সূত্র ধরেই ব্রিটিশ বণিকমহলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতির কথা তুলে ধরেন বাংলা থেকে লন্ডনে যাওয়া বাঙালি-অবাঙালি শিল্পপতিরাও। তাঁরা প্রত্যেকেই বলেছিলেন, অতীতে যে জটিলতা ছিল, তা আর এখন নেই। বাংলায় বিনিয়োগ এখন অনেক মসৃণ। সামগ্রিক ভাবে ছবিটাই বদলে গিয়েছে। এবং তা বদলে দিয়েছেন মমতাই।

বুধবার মমতার কোনও সরকারি কর্মসূচি ছিল না। তবে মুখ্যসচিব মনোজ পন্থ এবং শিল্পসচিব বন্দনা যাদব ব্রিটিশ বণিকদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন ওই দিন। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে আরজি কর এবং ভোট পরবর্তী সন্ত্রাসের মতো বিষয়ে প্রশ্ন এবং বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। যদিও সেই বিক্ষোভ ছিল হাতেগোনা কয়েক জনের। কয়েক মিনিটের অপ্রীতিকর পরিস্থিতি নিজেই সংযত এবং শান্ত থেকে সামলে দিয়েছিলেন মমতা। শনিবার সন্ধ্যায় তিনি রাজ্যে ফিরছেন।

Mamata Banerjee UK visit

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}