সোমবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা। দু’দিনব্যাপী আলোচনার দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওই দিন বিধানসভার অধিবেশন উত্তপ্ত হতে পারে। গত সপ্তাহে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছিল। এর পর বাজেট পেশ হলেও বিধানসভার কার্যক্রম চার দিনের জন্য মুলতুবি ছিল। তবে সোমবার থেকে ফের শুরু হচ্ছে অধিবেশন, যেখানে প্রথম দু’দিন রাজ্যপালের ভাষণের উপর আলোচনা চলবে এবং এর পর বুধ ও বৃহস্পতিবার রাজ্য বাজেট নিয়ে বিশদে আলোচনা হবে।
আরও পড়ুন:
বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন বলে তৃণমূল পরিষদীয় দল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতরকে জানিয়েছে। মুখ্যমন্ত্রী যাতে দীর্ঘ সময় ধরে বক্তৃতা করতে পারেন, সে জন্য ৫০ মিনিট সময় বরাদ্দ করার আবেদন করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই বক্তৃতায় মুখ্যমন্ত্রী বিরোধীদের বিরুদ্ধে কড়া আক্রমণ শানাতে পারেন এবং সরকারের সাফল্য তুলে ধরতে পারেন। অপর দিকে, বিজেপিও এই দিনেই বিরোধী দলনেতার বক্তৃতার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিধানসভা সূত্রে খবর, বিজেপি পরিষদীয় দলও তাদের বক্তাদের তালিকা সাজাচ্ছে, যাতে শুভেন্দু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যপালের ভাষণকে হাতিয়ার করে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন। বিজেপির দাবি, বর্তমান রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ এবং রাজ্যপালের ভাষণেও বাস্তব পরিস্থিতি প্রতিফলিত হয়নি। ফলে শুভেন্দুর বক্তৃতায় তীব্র সমালোচনা থাকতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান।
রাজ্যের বাজেট অধিবেশনের প্রেক্ষাপটে এই বিতর্ক বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সাধারণত, রাজ্যপালের ভাষণের উপর আলোচনা মানেই সরকারের সাফল্যের প্রশংসা ও বিরোধীদের সমালোচনার সুযোগ। তবে এ বার পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হতে পারে, কারণ সম্প্রতি রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে শাসক-বিরোধী তরজা চরমে উঠেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, আর্থিক অবস্থা, কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং দুর্নীতির অভিযোগের মতো বিষয়গুলি আলোচনার কেন্দ্রে থাকতে পারে। রাজনীতির কারবারিদের মতে, মঙ্গলবার বিধানসভায় রাজনৈতিক দ্বৈরথের একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। মমতা এবং শুভেন্দু, দু’জনেই অত্যন্ত অভিজ্ঞ ও শক্তিশালী বক্তা, তাই তাঁদের ভাষণ রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।