মমতা বন্দ্যোপাধ্যায়।
‘শুভন্দু অধিকারী আমাদের ধমকি দিয়ে গেলেন’ বললেন মমতা। জানালেন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বিধায়ক কৃষ্ণ কল্যানী তাঁকে জানিয়েছেন, শুভেন্দু আয়করের নোটিস দেওয়ার হুমকি দিয়েছেন। মমতা বললেন, তাহলেই বুঝুন কে আয়কর দফতর চালায়, কে-ই বা চালায় সিবিআই।
মমতা বললেন, ‘‘পোগাসাস কেনার প্রস্তাব আমার কাছেও এসেছিল। কিন্তু আমি কিনিনি। বিজেপি শাসিত রাজ্য কিনেছিল।’’ মমতা জানালেন, মানুষের বাক স্বাধীনতার কথা ভেবেই তিনি পেগাসাস কেনেননি। কিন্তু চন্দ্রবাবুর শাসনকালে অন্ধ্র পেগাসাস সফটওয়্যার কিনেছিল। মমতা বললেন, এখন সেই পেগাসাসের জন্যই আমার ফোন ট্যাপ করা হচ্ছে। কারও সঙ্গে কথাও বলা যাবে না।
বিজেপির বিরুদ্ধে পাঁচ রাজ্যে ভোটে জয়ের জন্য রিগিংয়ের অভিযোগ মমতার। বললেন, ‘‘ওরা উত্তরপ্রদেশে জিতেছে কিন্তু ৫৪টি আসন হারিয়েছে, রাষ্ট্রপতি ভোটে আমরা সহযোগিতা না করলে বৈতরনী পার হবে না।’’ মমতা জানালেন, ‘সবাই এক হলে রাষ্ট্রপতি নির্বাচনে ধাক্কা দেওয়া সম্ভব।’
মমতা বললেন নন্দীগ্রাম লুঠ করার জন্য পুলিশের সঙ্গে কানাকানি কথা বলতে দেখেছি। কিন্তু কাঁথির পুলিশকর্মী কী ভাবে মারা গেলেন? তাঁর স্ত্রী তো এফআইআর করেছিলেন। তার কোনও সমাধান হল না কেন? নাম না করে কাঁধির অধিকারী পরিবারকে ইঙ্গিত করে মমতা বললেন, পিতা-পুত্র সব দীর্ঘজীবী হোক।
মমতা বললেন, ‘‘অনুপম ভাল ছেলে, মারা গিয়েছে আর ঝালদায় কাউন্সিলরের মৃত্যর ঘটনায় একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে শীতলখুচিতে ভোটের সময় চারজন মারা গেল তাদের বিচার হচ্ছে না। তদন্তের জন্য ডাকা হলে জবাব আসছে, ভার্চুয়ালি হাজিরা দেব।’’ মমতা বলেছেন, ‘‘তুমি অভিযোগ করে এখন পালিয়ে যাচ্ছ। তার মানে কি তুমি বিচার ব্যবস্থাকে ভুল পথে চালিত করছ?’’
মমতার বক্তৃতা চলাকালীনই বিধানসভার কক্ষ ত্যাগ বিজেপি বিধায়কদের। মমতা বললেন ওরা ভয় পেয়ে পালিয়ে গেল। বিজেপির বিধায়কদের লক্ষ্য করে মমতা বললেন, ওরা পালিয়ে গেল এই ভয়ে যদি আমি গরু পাচার, বালি খাদান, পরিবহন সংক্রান্ত কেলেঙ্কারির কথা বলে দিই।
বাজেটের নির্ভয়া তহবিল নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি-র মহিলা বিধায়কেরা। মমতা জানালেন, নির্ভয়া ফান্ডে ৯২ কোটি টাকা এসেছিল। তার মধ্যে ৫৪ কোটি টাকা খরচ হয়েছে। বাকি খরচ হবে।
মমতা জানালেন, তিনি সব প্রশ্নের জবাব দেবেন। অর্থাৎ রাজ্যে এ যাবৎ হওয়া বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে পারেন।
মমতার বক্তৃতার শুরুতেই উঠে এল বাজেট অধিবেশন শুরুর দিনের বিজেপি-র বিধায়কদের বিক্ষোভের প্রসঙ্গ।
বিধানসভায় ভাষণ দিতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার থেকে রাজ্যের বাজেট অধিবেশনে শুরু হয়েছে। তারপর বাজেট প্রসঙ্গে বক্তৃতা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি রাজ্যের আইনসৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে পারেন বলে অনুমান। সেক্ষেত্রে রাজ্যে সাম্প্রতিক দুই কাউন্সিলরের হত্যাকাণ্ডের প্রসঙ্গও মমতার বক্তৃতায় উঠে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy