Advertisement
০৮ নভেম্বর ২০২৪

ছিটমহলবাসীদের ঘরের চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী

সোমবার কোচবিহারের রাসমেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে ওই ক্যাম্পের ২০ জনের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “এখান থেকে ২০ জনের হাতে চাবি দেওয়া হল। আগামী কাল দুপুরে অর্ঘ্য রায় প্রধান, উদয়ন গুহ গিয়ে বাকি চাবি ওঁদের হাতে দিয়ে দেবেন। তাহলে ওঁরা শুভ রাসমেলায় গৃহপ্রবেশ করতে পারবেন।” 

বণ্টন: ফ্ল্যাটের চাবি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

বণ্টন: ফ্ল্যাটের চাবি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ০৪:১০
Share: Save:

সাবেক ছিটমহলের সেট্লমেন্ট ক্যাম্পের বাসিন্দাদের ফ্ল্যাটের চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

সোমবার কোচবিহারের রাসমেলার সাংস্কৃতিক মঞ্চ থেকে ওই ক্যাম্পের ২০ জনের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “এখান থেকে ২০ জনের হাতে চাবি দেওয়া হল। আগামী কাল দুপুরে অর্ঘ্য রায় প্রধান, উদয়ন গুহ গিয়ে বাকি চাবি ওঁদের হাতে দিয়ে দেবেন। তাহলে ওঁরা শুভ রাসমেলায় গৃহপ্রবেশ করতে পারবেন।”

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হলদিবাড়ি এলাকায় ১০৪টি ফ্ল্যাটের প্রকল্পে ব্যয় হয়েছে মোট ২৪ কোটি ৪১ লক্ষ টাকা। এছাড়াও দিনহাটা ও মেখলিগঞ্জের সেট্লমেন্ট ক্যাম্পের বাসিন্দাদের জন্যও ফ্ল্যাট করা হয়েছে। সেখানেও কাজ প্রায় সম্পূর্ণ। এ দিন ফ্ল্যাটের চাবির সঙ্গে মালিকানা সংক্রান্ত চুক্তিপত্রের নথিও দেওয়া হয়েছে।

এ দিনের সভায় ছিটমহল বিনিময়ের ‘কৃতিত্ব’ দাবি করেন মমতা। তিনি বলেন, “সমস্যার সমাধান আমরাই করে দিয়েছিলাম, ৬৬ বছর পর। প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয়েছে পুনর্বাসনের জন্য।” চাবি পেয়ে খুশি সেট্লমেন্ট ক্যাম্পের আবাসিকেরাও।

তাঁদেরই একজন নৃপেন রায় বলেন, “ক্যাম্পে একটু অসুবিধে তো হচ্ছিলই। ফ্ল্যাটে আলাদা ঘর বাড়বে। তাই খুব ভাল লাগছে।” আর এক বাসিন্দা কৃষ্ণ রায় বলেন, “ক্যাম্পে প্রায় চার বছর ধরে আছি। আজ খুবই ভাল লাগছে।”

হলদিবাড়ি এলাকায় কয়েকদিন আগে লটারি করে ওই ফ্ল্যাটের কোন বাসিন্দার কে কোন তলায় ঘর পাবেন, তা লটারি করে নির্ধারণ করা হয়। সেই তালিকা মেনেই ফ্ল্যাট বণ্টনের কাজ হচ্ছে। দিনহাটা ও মেখলিগঞ্জের সেট্লমেন্ট ক্যাম্পের বাসিন্দাদের জন্য ওই সব এলাকায় বেশকিছু ফ্ল্যাট তৈরি হয়েছে। কিছু আনুষঙ্গিক কাজ সম্পূর্ণ হলেও ওই দুটি এলাকার বাসিন্দাদের মধ্যেও ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া হবে।

অন্য বিষয়গুলি:

Chitmahal Residents Mamata Banerjee Cooch Behar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE