Advertisement
২২ নভেম্বর ২০২৪
Mamata Banerjee

বাম জমানা পেরিয়ে কী ভাবে এগিয়েছে বাংলা, জি২০ সম্মেলনের উদ্বোধনে শোনালেন মমতা

‘‘আমি বিশ্বাস করি সাধারণ মানুষের উন্নয়ন ছাড়া দেশ বা পৃথিবীর উন্নয়ন সম্ভব নয়। তাই সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।’’ জি২০ সম্মেলনের অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী।

সোমবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত জি২০ সম্মেলনের কর্মসূচিতে বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত জি২০ সম্মেলনের কর্মসূচিতে বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ১৪:০৮
Share: Save:

বামফ্রন্টের ৩৪ বছরের জমানা শেষ করে কী ভাবে এগিয়েছে বাংলা। জি২০ সম্মেলনে সে কথাই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জি২০ সম্মেলনের অনুষ্ঠানে বক্তৃতা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘গত বছর নভেম্বর মাসে আমাদের রাজ্যে আন্তর্জাতিক চলচিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৭৬টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। আবার আমাদের সরকার পরিচালিত বিশ্ব বাণিজ্য সম্মেলনে ৪৬টি দেশ অংশগ্রহণ করেছিল। বিশদে না হলেও এই বিষয়গুলি আপনাদের জানাতে চাই।’’ তিনি আরও বলেন, ‘‘আমি বিশ্বাস করি সাধারণ মানুষের উন্নয়ন ছাড়া দেশ বা পৃথিবীর উন্নয়ন সম্ভব নয়। তাই সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। বৃহৎ গণতন্ত্রে বহুদলীয় শাসন ব্যবস্থা রয়েছে। আমরা একটা রাজনৈতিক দল পরিচালিত সরকার। কেন্দ্রীয় সরকার ভিন্ন রাজনৈতিক দল পরিচালিত। কিন্তু সকলের লক্ষ্য হওয়া উচিত মানুষের উন্নয়ন। বামপন্থীরা ৩৪ বছর ক্ষমতায় থাকার পর তাদের জমানা শেষ হয়েছে। তারপর আমরা ক্ষমতায় এসেছি। এই নিয়ে তৃতীয় বার ক্ষমতায় এসেছি। তারপর থেকেই কাজ করে চলেছি আমরা। কারণ, ক্ষমতায় এসে দেখেছিলাম অর্থনীতি থেকে শুরু করে সবেতেই স্থবিরতা। উন্নয়নমূলক কাজ পুরোপুরি আটকে রয়েছে। কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি তারপর থেকে আমরা কাজ করে এগিয়েছি।’’

নিজের বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আপনাদের দেশ, আমাদের দেশ বলে আমি বিভেদ করি না। গোটা বিশ্বই আমার মাতৃভূমি। আপনারা যখন এখানে এসেছেন, তখন এই বাংলা আপনারও। এত বড় একটা সম্মেলনের আয়োজন করতে পেরে, এই মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি ধন্য।”

এরপর নিজের সরকারের একের পর এক কাজের ফিরিস্তি তুলে ধরেন তিনি। মমতা দাবি করেন, কেবল মহিলাদের ক্ষমতায়নের জন্য তাঁর নেতৃত্বাধীন সরকার খরচ করেছে, ১.৫ বিলিয়ান মার্কিন ডলার। এ ছাড়াও ক্ষুদ্র ও কুটিরশিল্পের ক্ষেত্রে ভারতের সব রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলা। করোনা সংক্রমণের সময়েও যে, তাঁর নেতৃত্বাধীন সরকার আর্থিক অগ্রগতি বজায় রাখতে সফল হয়েছে, তারও উল্লেখ করেছেন মমতা। তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণের মধ্যেও রাজ্যে জিডিপি ৪ গুণ বেড়েছে। কন্যাশ্রী প্রকল্প যে আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হয়েছে, তাও তুলে ধরেছেন মমতা। সঙ্গে ‘দুয়ারে সরকার’ প্রকল্প যে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে, তাও তুলে ধরেছেন তিনি।

শিল্পের ক্ষেত্রে ভারতের সব রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলা। করোনা সংক্রমণের সময়েও যে, তাঁর নেতৃত্বাধীন সরকার আর্থিক অগ্রগতি বজায় রাখতে সফল হয়েছে, তারও উল্লেখ করেছেন মমতা। তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণের মধ্যেও রাজ্যে জিডিপি ৪ গুণ বেড়েছে। কন্যাশ্রী প্রকল্প যে আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হয়েছে, তাও তুলে ধরেছেন মমতা। সঙ্গে ‘দুয়ারে সরকার’ প্রকল্প যে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে, তাও তুলে ধরেছেন তিনি।

আগামী ডিসেম্বর মাসে ভারতে হবে জি২০ সম্মেলন। যেখানে অংশ নেবে জি২০-র সদস্য দেশগুলি। কলকাতায় এই সম্মেলনের দুটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেই সূচি অনুযায়ী সোমবার থেকে নিউটাউনের কনভেনশন সেন্টারে এই সম্মেলনের সূচনা হল। অনুষ্ঠানে বিদেশী অতিথিদের স্বাগত জানান মমতা।

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee G20 Meet TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy